The reason why Parimoni cried after Argentina's victory

After a 120-minute, hard-fought match on the night of December 18, Argentina emerged victorious in the Tribuna. They defeated their opponents, France, to capture the golden trophy of the World Cup.

After a tense battle, the Argentine fans became emotional after the victory. Many could not hold back their tears. Dhallywood actress Parimani was one of them. She was crying like a fool for the joy of Messi's victory. Parimani herself said this on social media.

After winning the World Cup final, Parimoni wrote on her Facebook, "I'm still crying like an idiot!" At that time, she mentioned her husband Shariful Raj and wrote, "Raj, come to Argentina with me quickly."‘

Argentina's victory after 36 years has left a mark of peace in Parimoni's heart. This is evident in another post of the heroine. Shortly after Messi's victory, she wrote, 'Peace, peace, peace.'‘

Parimoni is a die-hard supporter of the Argentina team. This star is especially crazy about Lionel Messi. She has been in a frenzy since the beginning of the World Cup. She has published pictures of herself wearing a sky-blue and white jersey during her favorite team's games on the net. Sometimes she has sent flying kisses to Messi. This time, the heroine was moved to tears by the final victory of her favorite football team.




The reason for Srabanti's regret

বলিউড এখন ব‍্যাকফুটে। আঞ্চলিক ভাষার ছবি, বিশেষত দক্ষিণ ভারতীয় ছবিগুলো ব‍্যাপক হারে দর্শক টানছে। গত এক দেড় বছর ধরেই এই প্রবণতা দেখা যাবে হিন্দি বলয়ের দর্শক এবং বাঙালিদের মধ‍্যেও। সেই দক্ষিণ ভারতেই চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জন‍্য পুরস্কৃত হলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়।

তেলেঙ্গানায় বাংলা ফিল্ম ফেস্টিভ‍্যালে পপুলার চয়েস বিভাগে ‘ভয় পেও না’ ছবির জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। সম্মান পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমকে জানান, হায়দরাবাদে অনেক ছবির শুটিং করেছেন তিনি। তবে ফিল্ম ফেস্টিভ‍্যালে যাওয়া এই প্রথমবার।

শ্রাবন্তী জানান, তার বরাবর পুরস্কার পাওয়ার থেকে মানুষের প্রশংসা বেশি পছন্দ। তবে সেখানকার বাঙালি দর্শকদের ধন‍্যবাদ জানান তাকে এই সম্মানের যোগ‍্য মনে করার জন‍্য। কথায় কথায় বাংলা ইন্ডাস্ট্রি এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ও দর্শকদের মধ‍্যে পার্থক‍্যের কথাও তুলে ধরেন এ নায়িকা।




Actor Palash got married

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। বেশ কিছুদিন আগে ঘরোয়া আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন পলাশ নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা-মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।’

পলাশ আরও জানান, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।




Kate Hudson to release debut album

অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত কেট হাডসন। গোল্ডেন গ্লোবসহ অভিনয়ের জন্য বহু স্বীকৃতি তিনি পেয়েছেন। এবার রেকর্ডিং আর্টিস্ট হিসেবেও পরিচিত হতে যাচ্ছেন ৪৩ বছর বয়সী কেট। আগামী বছর নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করবেন। ‘দ্য ব্রাইড ওয়ার্স’খ্যাত অভিনেত্রী কেট নিজেই এ তথ্য জানিয়েছেন।

দ্য টুনাইট শোতে কেট বলেছেন, করোনার সময় এ উপলব্ধি হয় যে তিনি এমন একটা জীবন চান যাতে কোনো অনুশোচনা থাকবে না। কেট বলেন, ‘সাক্ষাৎকারে সবাই জানতে চায় আমার জীবনে কোনো অনুশোচনা আছে কি না। আমি উত্তরে বলি, ৪০ পেরিয়ে এসেছি … আমার এখনো কোনো অনুশোচনা নেই। কিন্তু করোনার সময় আমার মনে হয়েছে আমি আসলে কী করছি?’

কেট জানিয়েছেন, ১৯ বছর বয়স থেকেই তিনি গান লিখছেন। কিন্তু সঙ্গীতে তার নিজের কাজ কখনো প্রকাশ্যে আনেননি। কেট বলেন, ‘আমার মনে হয়েছে গান প্রকাশ না করাটা আমার জীবনের বড় একটা অনুশোচনা হয়ে থাকবে। সঙ্গীত নিয়ে আমার কোনা প্রত্যাশা নেই। আমি শুধু রেকর্ড রেখে দিতে চাই, সেটাই এখন করছি। আমি যা করছি তা নিয়ে আমি গর্বিত’।




টালিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন ঋত্বিকা

টালিউডের ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন নতুন অভিনেত্রী ঋত্বিকা সেন। খুব ছোট বয়স থেকে অভিনয় শুরু করেন এ নায়িকা। দেব, জিৎ, জিশু, বনির মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে না নতুন কোনো সিনেমায়। আসল কারণ জানালে অভিনেত্রী নিজেই।

তিনি এখন ব্যস্ত দক্ষিণের সিনেমার নিয়ে। সেখানে একের পর এক ছবিতে কাজ করছেন। বিজয় সেতুপতির মতো সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়।

তিনি জানান, আমি কিন্তু চুটিয়ে তামিল-তেলেগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গেছি, তারাই বলুন আমি যেমন সিনেমা করি তা আর এখানে হচ্ছে কই। যেসব অভিনেত্রী আমাকে কমপিটিশন মনে করতেন, আমার থেকে ১১ বছরের বড়, তারাও তো কম কাজ করছেন।

২০২১ সালে একটি মিউজিক ভিডিওয়ে ঋত্বিকা রোম্যান্স করেছেন, তার একসময়ের অনস্ক্রিন বাবা সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে। জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-তে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সম্রাট মুখোপাধ্যায় এবং ঋত্বিকা সেন। তার পর ১২ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার। আর সেখানে মেয়ে থেকে সোজা বউ।




Aryan is making his Bollywood debut with his father's help

গুঞ্জনই সত‍্যি হল। বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তবে অভিনয় নয়, জল্পনা অনুযায়ী পরিচালনায় হাত পাকাতে পাকাবেন তিনি। প্রযোজক হিসেবে থাকবে তার বাবার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন আরিয়ান। খাতা কলমের পাশে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একটি ক্ল‍্যাপস্টিক রাখা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছেলের পোস্টে কমেন্ট করেছেন বাবা শাহরুখ। লিখেছেন, ‘প্রথমটার জন‍্য অনেক শুভেচ্ছা। প্রথমটা সবসময় স্পেশাল হয়। খুব ভোরে যেন শুট ফেলো না। বরং বিকেলের দিকে শুট টাইম রাখলে ভালো হয়।’ উত্তরে আরিয়ান লিখেছেন, ‘অবশ‍্যই, রাতেই শুট রাখা হবে।’

ছেলের গর্বে গর্বিত মা গৌরি খানও। তবে আরিয়ানের পরিচালনায় শাহরুখ অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু নামজাদা প্রযোজক-পরিচালক করণ জোহর নাকি আরিয়ানকে বলিউডে লঞ্চ করার কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন স্টার কিডকে। কিন্তু রাজি হননি আরিয়ান। করণের মুখের ওপরেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।’

শুধু করণ নন, পরিচালক জোয়া আখতারও নাকি আরিয়ানকে চেয়েছিলেন নিজের ছবিতে অভিষেক করানোর জন‍্য। আসন্ন ছবি ‘দ‍্য আর্চিস’-এ আরিয়ানকে লঞ্চ করতে চেয়েছিলেন তিনিও। কিন্তু শাহরুখপুত্র ফিরিয়ে দেন সেই প্রস্তাবও। ইতিমধ‍্যে অবশ‍্য একটি ব্র‍্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা গিয়েছে আরিয়ানকে। ছেলেকে দেখে মুগ্ধ হয়ে কমেন্টও করেছিলেন শাহরুখ। নেটিজেনরা বলেছিলেন, বাবার মতো ছেলে।




আর্জেন্টিনার খেলা দেখতে ছেলেসহ কাতারে আমির

ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে ছেলেসহ হাজির বলিউড সুপারস্টার আমির খান।

ছেলে আজাদ রাও খানের সঙ্গে সাবেক স্ত্রী কিরণ রাও গিয়েছেন কাতারে। বিশ্বকাপের খেলা দেখে আবার ফিরেও গেছেন দেশে।

কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন। ছবি তোলা হয়ে গেলে তাঁদের কাছে ছুটে যান ‘লাগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই।

গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির। আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল মেসির দেশের নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির।

সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে আমিরের গালভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা। হাসিমুখে তাকে কিরণ এবং ছেলের সঙ্গে দেখে খুশি অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, অনেক দিন পর তাকে হাসতে দেখলাম। কেউ আবার বলেছেন, আমিরের এই ছবি দেখে শান্তি পেলাম।

শেষ বার আমিরকে পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার পর আমির অভিনয় থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করেন। অনেক দিন পর আমিরকে পরিবারের সঙ্গে হাসিখুশি ভাবে সময় কাটাতে দেখে খুশি ভক্তরাও।




আর অপেক্ষায় রাখতে চান না দীপিকা

অপেক্ষায় রাখতে চান না বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে শাহরুখ খান ও দীপিকার ‘পাঠান’ সিনেমাটি। এই সিনেমাটির মাধ্যমে চতুর্থবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন এ জনপ্রিয় জুটি। যে কারণে সিনেমাটি ঘিরে দর্শক-ভক্তদের কৌতূহলেরও শেষ নেই।

এরই মধ্যে ‘পাঠান’ সিনেমায় দীপিকা-শাহরুখের লুক নজর কেড়েছে নেটিজেনদের। এমনকি সিনেমাটির ট্রিজারও দারুণ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। এর পর থেকেই তারা অপেক্ষায় আছেন সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার। এবার প্রেক্ষাগৃহে আসার তারিখসহ সিনেমাটির পোস্টার শেয়ার করে অপেক্ষার অবসান ঘটালেন দীপিকা-শাহরুখ।

সিনেমাটির পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে দীপিকা লিখেছেন— আর অপেক্ষায় রাখব না, ২৫ জানুয়ারি আসছি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। তো আর দেরি কেন! প্রস্তুতি শুরু হোক।’

শাহরুখ খান লিখেন— সিটবেল বেঁধেছেন? ২৫ জানুয়ারি বড়পর্দায় পাঠান উদযাপন উপভোগ করুন। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে পাঠান।

পোস্টারে দেখা যাচ্ছে, পাঠানের নির্মাতারা সিনেমার তারকা শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের সমান উপস্থিতি রেখেছেন। পোস্টারে শাহরুখ খান বন্দুক হাতে নিয়ে ক্যামেরার দিকে তীব্রভাবে তাকিয়ে আছেন। তার বামদিকে দীপিকা পাডুকোন, তার হাতেও বন্দুক। ডানদিকে জন আব্রাহামও সশস্ত্র। পোস্টারটি প্রকাশ পেতেই ভক্তদের প্রশংসা কুড়াতে শুরু করেছেন দীপিকা-শাহরুখ জুটি। এর আগে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষ্যে পাঠানের টিজার শেয়ার করেন নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস।




Kriti opens up about her love life with Prabhas

গোপনে চুটিয়ে প্রেম, তারপর ঘটা করে বিয়ে—বলিউড তারকাদের মধ্যে এটার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে বিগত কয়েকবছর ধরে। সেই পথেই নাকি হাঁটতে চলেছেন প্রভাস ও কৃতি শ্যানন! তাদের প্রেম নিয়েই এখন তোলপাড় বি-টাউন। জানা গেছে, একসঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমায় কাজ করতে গিয়েই একে অপরের কাছে এসেছেন তারা।

এদিকে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন কৃতি। সামাজিক মাধ্যমে প্রভাসের সঙ্গে তার সম্পর্কের খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি।

কৃতি বলেন, “প্রভাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সম্পূর্ণভাবে মিথ্যে। ‘ভেড়িয়া’ বরুণ রিয়ালিটি শোতে একটু বেশিই বন্য হয়ে গিয়েছিল, তার মজার কারণে ডেটিং গুজব ছড়িয়ে পড়ে। এবার আমার বিয়ের দিন ঘোষণা হওয়ার আগে আমার মনে হয় সব গুজবের শেষ করা উচিত। এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন খবর।’

মূলত, কৃতির ‘ভেড়িয়া’র সহ-অভিনেতা বরুণ ধাওয়ানও সম্প্রতি কৃতির সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ছবির প্রচারে ‘ঝালাক দিখলা যা’ শোতে এসেছিলেন অভিনেতা। সেখানেই করণ জোহর তার কাছে ইন্ডাস্ট্রির কয়েকজন সিঙ্গল নায়িকার নাম জানতে চেয়েছিলেন। তখনি তিনি বলে ওঠেন, কৃতির নাম নেই কারণ তার নাম অন‍্য কারও হৃদয়ে রয়েছে যিনি মুম্বাইতে নেই। দীপিকার সঙ্গে শুটিং করছেন।

এরপর আর কারও বুঝতে বাকি থাকেনি যে প্রভাসের কথাই বলছেন বরুণ। কারণ, পরের ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে তাকেই দেখা যাবে। আপাতত হায়দরাবাদে শুটিং করছেন দুজনে।




What Mim said about Brazil's victory

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর পর সুইজদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ জয়ে দেশের ব্রাজিল সমর্থকরা উৎসবের আনন্দে মেতে আছে। ব্যতিক্রম নন তারকারাও। নিজেদের পছন্দের দলকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন অনেক তারকা।

সোমবার দিবাগত রাতে ব্রাজিলের জয়ের পর বিদ্যা সিনহা সাহা মিম তার ফেসবুক পোস্ট দেন।

তিনি লিখেন, ‘ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরও ভালো করতে হবে।’

এর আগে বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইসদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারত। ৬৪ মিনিটে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স।

এর আগে বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের সঙ্গে দুবার দেখা হলেও একবারও সুইসদের হারাতে পারেনি।

১৯৫০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত ওই দুই ম্যাচই ড্র হয়। তবে এবার সে খরা কাটিয়ে রেকর্ড গড়ল সেলেসাওরা।