Salman-Revati pair is returning to the screen after three decades

বলিউডে রেবতীর অভিষেক হয়েছিল ‌‘লাভ’ সিনেমা দিয়ে, ১৯৯১ সালে। প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন সালমান খানকে। এরপর তারা একসঙ্গে কাজ করেননি। সালমান তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার জগতে রাজত্ব করছেন। এদিকে, রেবতী মূলত তামিল ছবিতেই বেশি কাজ করেছেন।

পাশাপাশি মালায়লম, তেলেগু, হিন্দি ও কানাড়া ভাষার ছবিতে কাজ করেছেন। এবার জানা গেছে, দীর্ঘ সময় পর একসঙ্গে দেখা যাবে সালমান ও রেবতীকে।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করেন রেবতী। সম্প্রতি নিজের পরিচালিত ‘সালাম ভেঙ্কি’র প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস্‌’-এর মঞ্চে এসেছিলেন রেবতী। সঙ্গে ছিলেন ছবিটির অভিনেত্রী কাজলও।

সেই মঞ্চেই সালমান জানালেন, হ্যাঁ, আবারও তাকে ও রেবতীকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। ছবির নাম ‘টাইগার থ্রি’। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।

উল্লেখ্য, ‘টাইগার থ্রি’ ছবিতে নায়িকার ভূমিকায় আছেন ক্যাটরিনা কাইফ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রেবতী। ছবিটি পরিচালনা করছেন মনীষ শর্মা।




Bubli will come to the press conference anytime.

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী যে কোনো সময় সংবাদ সম্মেলনে আসবেন বলে জানিয়েছেন। শাকিবের সঙ্গে তৈরি হওয়া তার দ্বন্দ্ব ও দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।

বুবলীর জন্মদিনে শাকিব খান হিরের নাকফুল উপহার দিয়েছেন বলে দাবি নায়িকার। এ নিয়ে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ফেসবুকে খোঁচা দিয়েছেন বুবলীকে। এই নায়িকাও অপুকে ছেড়ে কথা বলেননি।

প্রথমে চুপ থেকে পরে শাকিব সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। সেখানে স্পষ্ট করে বলেছেন, বুবলীকে তিনি নাকফুল দেননি। তার সঙ্গে শাকিবের সম্পর্ক জোড়া লাগার নয়। মূলত এ নিয়েই শাকিব-বুবলীর দ্বন্দ্ব।

এ বিষয়ে বুবলী বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটি ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।

শবনম বুবলী বলেন, শাকিব খানের বিষয়ে আমি কথা বলতে চাই। সবকিছু নিয়ে এত লুকোচুরি কেন? আমাকে যখন বিয়ে করেছিল, অনেক কিছু গোপন করেছিল। আমাকে আগের বিয়ের মিথ্যা কথা বলে বিয়েও করেছেন। কার কথার চাপে পড়ে এমন হয়েছে আমার জানা নেই। যখন যা ইচ্ছা করবে এটি মেনে নেব না। কাকে খুশি রাখতে এমন হচ্ছে বলতে পারব না। আমার অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি সবার সামনে।

তিনি আরও বলেন, আমার ইমেজ নষ্ট হয় এমন কথা শাকিব খান নিয়মিত বলে আসছেন। এসব নিয়ে বিস্তারিত কথা সবাইকে জানাতে চাই।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে-সন্তানের কথা। তার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী জানান, ২০ জুলাই ২০১৮ এটি আমাদের বিয়ের তারিখ।

নতুন করে জল ঘোলা হয়েছে বুবলীর জন্মদিন উপলক্ষ্যে ডায়মন্ডের নাকফুল উপহার নিয়ে। প্রথমে বুবলী বলেন, এটি শাকিব খানের দেওয়া উপহার, আর এর পরই এ বিষয়  নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধ শুরু হয়। আর এর পর তাতে আরও ঘি ঢালেন শাকিব খান।




Nipun, General Secretary of the Film Association: Appellate Division

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিনেত্রী নিপুন আক্তারের পক্ষে রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ সোমবার (২১ নভেম্বর) হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।

এর আগে বেশ কয়েকবার মামলার শুনানির তারিখ পরিবর্তন হয়।

এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরবর্তীতে তা স্থগিত ও স্থিতিবস্থা দেয় চেম্বার জজ আদালত।

তবে জায়েদ খানের আইনজীবী জানান, এই স্টাটাসকো অনুযায়ী জায়েদ খান আপাতত দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে নিপুনের আইনজীবী দাবি করেন, বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে।




Nora gets Bangladesh visa

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে একের পর জটিলতা তৈরি হয়। তবে সব জটিলতা কাটিয়ে বাংলাদেশের ভিসা পেয়েছেন তিনি। উইমেন্স লিডারশিপ করপোরেশন স্বত্ত্বাধিকারী ইশরাত জাহান মারিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন এটা জানানো হয়।

এর আগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দেওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না।

হাছান মাহমুদ বলেছেন, ‘এনবিআর অবশ্যই ট্যাক্স-ভ্যাট আদায় করার এখতিয়ার রাখে। তবে যেখানে সরকার অর্থাৎ মন্ত্রণালয় অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে, সেখানে অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার এনবিআর রাখে না।’




'RRR 2' is coming, who are acting?

চলতি বছরে ভারতে বক্স অফিসে একের পর এক বলিউড সিনেমা মুখ থুবড়ে পড়ে। অথচ একই সময়ে প্যান ইন্ডিয়ান সিনেমাগুলো ব্লববাস্টার হিট। তামিল-তেলেগু একেকটি সিনেমা বিভিন্ন ভাষায় হাজার কোটি রুপি ব্যবসা করেছে। তাদের মধ্যে অন্যতম তেলেগু সিনেমা ‘আরআরআর’।

ভারতের বাইরেও ব্যাপক সমাদৃত হয় এস এস রাজামৌলির সিনেমাটি।  এটি দিয়ে নিজেদের অনন্য মাত্রায় নিয়ে গেছেন দুই অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর।সিনেমার দুর্দান্ত সাফল্যের পর সিনেপ্রেমীদের চাহিদা মেটাতে এর সিকুয়েল নিয়ে আসছেন পরিচালক।

‘আরআরআর’-এর দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের ওপর কাজ শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান পরিচালক রাজামৌলি।

তিনি জানান, তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ ‘আরআরআর ২’-এর ওপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিকুয়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এ ছবিতেও স্বভাবতই রামচরণ ও এনটিআর থাকার কথা। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি রাজ মৌলি।

সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘আরআরআর’। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলি।

ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রাম চরণকে।




কলকাতায় নুসরাত ফারিয়ার ‘ আবার বিবাহ অভিযান’

দুই বাংলার চলচ্চিত্রাঙ্গনে বেশ সাফল্যের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ‘বিবাহ অভিযান’ সিনেমা। তুমুল দর্শকপ্রিয়তার কারণে তখনই ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা এসেছিল। তবে নানাবিধ কারণে শুরুটা আর হয়ে ওঠেনি।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিবাহ অভিযান’-এর দ্বিতীয় অধ্যায় ”আবার বিবাহ অভিযান” সিনেমার একটি পোষ্টার প্রকাশ করেন ফারিয়া। এ থেকে বোঝা যায়, অপেক্ষার অবসান ঘটতে চলছে। এরপর চলতি মাসের ৫ তারিখ থেকে কলকাতায় চলছে সিনেমাটির শুটিং। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।




Bollywood King Shahrukh's birthday is today

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। জন্মদিনে অসংখ্য ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এই অভিনেতা।

শাহরুখ খান, অভিনয়ের প্রতি ভালোবাসা, নিষ্ঠা আর সাফল্যে পৌঁছেছেন শীর্ষস্থানে। হয়েছেন বলিউডের বাদশাহ।

মঞ্চ নাটকে অভিনয়ের হাতেখড়ি শাহরুখের। ক্যারিয়ার শুরু করেন ১৯৮৮ সালে টিভি সিরিয়ালে অভিনয় দিয়ে। ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে অভিষেক হয় বড় পর্দায়।




Katrina's favorite cricketer is Virat

The heroines have to do so much to promote the film. From dancing to partying, everything has to be done. This time, Bollywood sensation Katrina Kaif was seen with a bat in hand at the film's promotion. Along with that, she also revealed the name of her favorite cricketer during the conversation. Vicky Gharani went to promote the film 'Phone Bhoot'. The film is going to be released soon. The heroine is sweating it out for its promotion. Accompanied by two co-stars Siddhant Chaturvedi and Ishaan Khatter. This beauty of Bali has hosted the pre-match event of the T20 World Cup.

Katrina dazzled in a yellow midi dress today. She took to the field wearing stilettos and took to the bat to face Harbhajan Singh's bowling. The actress herself said that it is not easy to bat in high heels. Katrina hit four and sixes off Harbhajan's ball with the bat. Her co-stars Ishan-Siddhanth were busy fielding.

When Harbhajan failed to hit the ball at the beginning, the heroine said, 'It's wide'. How can anyone turn down Sundari's request? Harbhajan challenged Kat with the last ball. 6 runs are needed to win. Katrina did not disappoint.

Katrina also revealed the name of her favorite cricketer today. Anushka Sharma's husband Virat Kohli is Katrina's favorite cricketer. She said, 'Virat Kohli is my favorite cricketer in the whole world. He has a temper, the last innings are proof of that. Virat played brilliantly against Pakistan.' Katrina also brought up the thrill of her childhood with cricket. Katrina used to play cricket regularly with her siblings as a child, she also said that today.




ক্যাটরিনাকে নিয়ে যা বললেন দীপিকা

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব দীর্ঘদিনের। তারা একে অপরের সুখ-দু:খের ভাগীদার।

সেই বান্ধবীকেই কিনা ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা লিখে নেটিজেনদের সমালোচনার সুযোগ করে দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতে মোটেও উৎসাহ নেই। ভিকি ঘরণী নিচে দাঁড়িয়ে ভিডিও করে গেলেন বান্ধবীর।

দীপিকার রাগের কারণ সেটিই। অনেকবার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি ‘মুড’ ভালো ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন দীপিকা।

সেই ভিডিও দেখে বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’

দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, ‘কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!’

দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দুজন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন।  বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এর কাজে ব্যস্ত দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।




Shakib files GD against Facebook and YouTube content creators

ফেসবুকে ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জানিয়েছিলেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। এবার সেটাই করলেন। অপপ্রচার ও মানহানিতে জড়িতদের বিরুদ্ধে শাকিবের পক্ষে থানায় জিডি করলেন তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।

 বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন মনিরুজ্জামান। সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে।বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।

জিডি থেকে জানা গেছে, ওই ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে ‘পূর্ণিয়ার খোঁজ, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

শবনম বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা শুরু করেন অনেকে। তাকে নিয়ে বিভিন্ন গুজবও ছড়ানো হয় ফেসবুক ও ইউটিউবে।

এ নিয়ে কিছু না বললেও সপ্তাহখানেক আগে নিজের ফেসবুকে জানিয়েছিলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। অবশেষে ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি করলেন এ নায়ক।