BNP calls for nationwide protests tomorrow

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

নয়াপল্টনের আকস্মিক ঘটনায় বুধবার বিএনপির সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল। সেখানে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম জানান, ‘সরকারের নীতিনির্ধারকরা নানা উসকানিমূলক বক্তব্যে আগেই বলছিলেন যে এমন ঘটনা ঘটাবেন। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ (বুধবার) প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে‌ অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে দেওয়া হয়।

তবে মির্জা ফখরুল সেখানে না ঢুকে কার্যালয়ের সামনে অবস্থান নেন। রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান।




BNP central office area is empty, eerie silence.

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার বিকাল ৪টার পর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করতে শুরু করে পুলিশ।

ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের জুয়েলসহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রাত ৯টার পর সরেজমিন দেখা যায়, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় পুরো ফাঁকা। এখন শুধু পুলিশ ও কয়েকজন সাংবাদিক আছেন। পুরো এলাকায় সুনসান নীরবতা। কোনো নেতাকর্মী নেই। তবে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

উল্লেখ্য, বুধবার বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে দলটির নেতাকর্মীদের জমায়েত হওয়ায় পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। সকাল থেকেই নয়াপল্টনে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার একপাশ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুইপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, সমাবেশের স্থান নিয়ে যখন আলোচনা চলছে তখন এ সংঘর্ষ শুরু হলো। আজ সকাল থেকেই পল্টনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। একপর্যায়ে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা তাদের সরে যেতে বারবার অনুরোধ করি কিন্তু তারা আমাদের কথা শোনেননি। একপর্যায়ে তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিএনপির কয়েকশ নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।




BNP members will not be allowed to come down on the streets of Lakshmipur

লক্ষ্মীপুরের রাজপথে কোনোভাবেই বিএনপির লোকজনকে নামার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করছেন অ্যাডভোট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বর এলাকায় এমপি নয়ন এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি একটি সস্ত্রাসী রাজনৈতিকদল। তারা রাজনীতির নামে জ্বালাপোড়া করে। লক্ষ্মীপুর একটি শান্তিপূর্ণ জেলার এ শান্তিপূর্ণ জেলা রাখতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্তক অবস্থান রয়েছে। যেখানে বিএনপির লোকজন নামবে।

তাদের বিরুদ্ধে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে। লক্ষ্মীপুরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। তারা বিএনপির সকাল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

নয়ন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য।

রাজধানীর নয়াপল্টনের ঘটনার পর থেকে লক্ষ্মীপুরের রাজপথ নিরাপদ রাখতে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সর্তক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেন নয়ন এমপি। এছাড়া আগামী কাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উত্তর তেহমুণী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন নয়ন।

এ সময় নয়নের সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আমজাদ মাস্টার, জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ্ উদ্দিন টিপু, যুবলীগ নেতা শেখ জামান রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, আশরাফুল আলম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

এর আগে, উত্তর তেহমুণী বঙ্গবন্ধু চত্বর থেকে নয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।




Kamalnagar Chhatra League President Rubel, Secretary Harun

Kamalnagar (L²ipur) representative: Laipur District Chhatra League has approved the new committee of Kamalnagar Upazila Chhatra League of Laipur for 1 year.

Last Monday, December 5, Nur Uddin Chowdhury Rubel's President and Harunur Rashid as General Secretary published a press release signed by Laipur District Chhatra League President Saiful Islam Rocky and General Secretary Shahadat Hossain Bhita.

Earlier, the former committee was suspended on October 17 due to various incompatible allegations and the District Chhatra League declared the dissolution of the committee on November 14.

The new committee vice-president Tanjur Rahman Rubel, Prince Mahmud Arafat, Mahbur Alam Shipul, joint general secretary Jihad Al Shams, Arafat Sani, organizing secretary Zahidul Islam Anik, Saheduzzaman Naeem and 9 members including 9 members claim that the Kamalnagar Upajlo Chhatra League will be well organized.




BNP still waiting to decide on rally venue

As the 12th National Parliament elections approach, the heat in politics is increasing. The country's political parties are constantly holding meetings and rallies. In the past few days, the movement to topple the BNP government has been at the center of discussion.

The situation in the capital is currently tense ahead of the BNP rally to be held in Dhaka on December 10. In the meantime, the police have taken various steps to avoid any untoward incident and have set up a tight security perimeter around the party office in Nayapaltan and its surrounding areas.

Although the time for the rally is approaching, the venue has not yet been decided. However, the police have given permission to the BNP to hold the rally in Suhrawardy under 26 conditions. However, the BNP is adamant about holding the rally in Nayapaltan as per its previously announced decision. In such a situation, the BNP is still waiting for a new venue other than Suhrawardy Udyan and Nayapaltan to hold the divisional mass rally in Dhaka on December 10.

BNP Publicity Secretary Shahid Uddin Chowdhury Annie could not reach any decision even after an hour-long discussion with the DC of Motijheel Zone of the police from 4 pm to 5 pm on Monday (December 5). However, Annie said that the matter will be discussed with the DC of Motijheel Zone tomorrow (December 6) as well.




Volunteer League convening committee approved in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:
রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা ও যুগ্ম আহবায়ক দেওয়ান ফয়সাল এবং রাশেদ আলম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ইমাম হোসেন রনি কে আহবায়ক, এস এম রাশেদ আলম ও শামীম ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি ঘোষনার পরপরই ৯নং ভোলাকোট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও জনসাধারন নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি গঠনকল্পে গত ০৩ সেপ্টেম্বর ০৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী তিন (০৩) মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করে সংগঠনকে আরো গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে।




Mirza Fakhrul calls emergency press conference at noon

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যে ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। রাজশাহীর সমাবেশ শেষে ফেরার পথে শনিবার রাতে রাজধানীর আমিনবাজার থেকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিন সন্ধ্যার পর থেকে রাজধানীজুড়ে ব্লক রেইড শুরু করে পুলিশ।

বিশেষ করে গুলশান, বনানী, মহাখালী ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অবস্থিত আবাসিক হোটেল, ম্যাসে চলছে এ অভিযান। পুলিশের ভাষ্য— জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এ অভিযান চলছে।

তা ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রাস্তার দুদিকে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।




Mirza Fakhrul on stage at a public rally in Rajshahi


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠের এই সমাবেশের মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারাও। সমাবেশের মূল মঞ্চ ছাড়িয়ে আশপাশের সড়কে মানুষজন ছড়িয়ে পড়েছে।

সমাবেশস্থল ও আশপাশ ঘুরে দেখা গেছে, সমাবেশকে ঘিরে মামলা, গ্রেপ্তারে দীর্ঘদিন কোণঠাসা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।

বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে¡ শুরু হয়।
বিএনপির পূর্বঘোষিত এই সমাবেশে আসতে পরিবহন-সংকট এবং পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে নেতা-কর্মীদের। এ অবস্থাতেই নানা কৌশলে সমাবেশে যোগ দিতে রাজশাহীতে ঢোকেন তারা।




BNP mass rally begins ahead of schedule

নির্ধারিত সময়ের আগেই রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

শনিবার সকাল ৭টা থেকেই নেতাকর্মীরা মাঠে ঢুকতে শুরু করেন। সকাল ১০টার দিকে বেশকিছু নেতাকর্মী মাঠে ছিলেন।

মাঠের মধ্যে নেতাকর্মীরা মঞ্চ ঘুরে দেখছেন। কেউ কেউ শীতের সকালে রোদের উত্তাপ নিচ্ছেন। রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি নেতাকর্মীরা গত চারদিন আগে থেকেই মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেছেন।

গণসমাবেশ আয়োজন কমিটির দলনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বেলা ২টা থেকে গণসমাবেশ শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল। কিন্তু নেতাকর্মীরা চলে আসায় আগেই গণসমাবেশ শুরু হয়।

এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিতত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। ঢাকার বাইরে বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ এটি।




After 11 long years, the triennial conference of Companiganj Upazila AL is held

মোঃ বদিউজ্জামান নোয়াখালী প্রতিনিধিঃ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১বছর পর ২ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলকে ঘিরে বিবদমান আওয়ামীলীগের ২ গ্রুপ ঐক্য হয়ে সম্মেলন সফল ও সার্থক করেছেন। এ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলা বিগত ২ বছর দলীয় গ্রুপিং থাকায় ২ কর্মী ও ১ সাংবাদিক খুন হয়েছে । শতাধিক কর্মী আহত হয়েছে ও বেশ কয়েকটি মামলা হয়েছে ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রচেষ্টা বিরোধ নিষ্পত্তি হয়ে সম্মেলন উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধক নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন( এমপি) বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী উপস্হিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন-আব্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউপি চেয়ারম্যান সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা সিরাজিস সালেকিন ( রিমন) সম্মেলনে বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আপোষহীন নেতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদল কাদের মির্জা কে সভাপতি ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কে সাধারণ সম্পাদক বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রশিদ মন্জু ও সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল কে ঘোষণা করে ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়েছে ।