Mayor Abu Naser of Chittagong presents floral greetings to VP Dulal

Md. Badiuzzaman, Noakhali Correspondent:

Senbagh Municipal Council Mayor Abu Nasher VP Dulal was presented with flowers by the Senbagh Awami Parishad in Chittagong for being selected as the best social worker of Noakhali district.




Two children drown in Lakshmipur

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আয়ান (আড়াই বছর) ও মারিয়া আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রাম ও উত্তর চরআবাবিল ইউনিয়নের চরআবাবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আয়ান সোনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া চরআবাবিল গ্রামের কৃষক রেজাউল করিমের মেয়ে।

নিহত আয়ানোর বাব আলমগীর হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরেই সবার ঘুম ভাঙে। সকাল ৭টার দিকে আয়ান উঠানে খেলছিল। এসময় পরিবারের সদস্যরা গৃহস্থলি কাজে ব্যস্ত ছিলেন। উঠানের পাশেই বাড়ির পুকুর। খেলতে গিয়ে একপর্যায়ে আয়ান পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তার দেহ ভেসে উঠে। দ্রুত আয়ানকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর নিহত মারিয়ার বাবা রেজাউল করিম জানিয়েছেন, সকালেই তিনি ক্ষেত্রে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় মারিয়া তার পাশেই খেলছিল। হঠাৎ করে মারিয়াকে দেখা যাচ্ছিল না। স্বজনরা সবাই তাকে বাড়ির আশপাশে খুঁজেছে কিন্তু পায়নি। খবর পেয়ে তিনিও বাড়িতে চলে আসেন। একপর্যায়ে মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত মারিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ঘটনাগুলো দুঃখজনক। তবে কেউ আমাদেরকে ঘটনাগুলো জানায়নি।




6 people sentenced to life in two cases in Lakshmipur

লক্ষ্মীপুরের সদর ও কমলনগরে পৃথক দুই হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

 

 

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন  পৃথক দুইটি মামলার বিষয় নিশ্চিত করেন।

অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, কমলনগরে মুক্তিযোদ্ধা ক্লাবের টি বয় মাকছুদুর রহমানকে হত্যার ঘটনায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আসামি মাহমুদুল হাসান হিরু পলাতক রয়েছে। বাকি ৪ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর মামলায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামী দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় দেলোয়ারও আদালতে উপস্থিত ছিলেন।

কমলনগরে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—মোবারক হোসেন, মানিক হোসেন, মাহমুদুল হাসান হিরু, আরাফাত আরেফিন ও বাবুল হোসেন। পলাতক হিরু হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে মৃত মহসিন মাস্টারের ছেলে।

অপর হত্যা মামলার আসামির দেলোয়ার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া গুচ্ছগ্রামের আবদুর রহিমের ছেলে।

এজাহার সূত্র জানায়, কমলনগরের হিরুর মা রেবেকা বেগমের সঙ্গে প্রায় ৯ মাস ভিকটিম মাকছুদের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে হিরু অন্যান্য আসামিদের নিয়ে মাকছুদকে হত্যা পরিকল্পনা করে।  মাকছুদ চরলরেঞ্চ বাজারের মুক্তিযোদ্ধা ক্লাবের টি বয় ও চরলরেঞ্চ গ্রামের এনায়েত উল্যার ছেলে। মাকছুদ বাজারের নৈশ প্রহরীর কাজও করতেন।




NTRCA wants to introduce transfer rules for private teachers

বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। এজন্য এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে আলাদা নীতিমালা তৈরি করে বদলি চালুর কথা বলা থাকলেও তা বাস্তবে হয় নি। তাই বেসরকারি শিক্ষকরা বদলি হতে পারেন না।

নিজ বাড়ি থেকে দূরে নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানেই দীর্ঘদিন থেকে যেতে বাধ্য হন। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে শিক্ষা মন্ত্রণালয়কে বেসরকারি শিক্ষকদের বদলির পৃথক নীতিমালা তৈরির সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেছেন, বেসরকারি শিক্ষকদের বদলি চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। তাতে এমপিও নীতিমালা অনুসারে পৃথক নীতিমালা তৈরির সুপারিশ করেছি।

শিক্ষকদের বদলি প্রক্রিয়া কোন সংস্থার মাধ্যমে পরিচালিত হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, সেটি মন্ত্রণালয় দেখবে। এনটিআরসিএর কাজ নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ দেয়া। বদলির বিষয়টি আমাদের আওতাভুক্ত নয়।




Russia and Ukraine war; protests in European countries

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ সাড়ে সাত মাস ধরে যুদ্ধ চলছে । এই যুদ্ধের প্রভাবে বিশ্বজারে বেড়েছে খাদ্যপণ্য ও জ্বালানির দাম। গোটা বিশ্বে বেড়েছে মূল্যস্ফীতি।

এরই ধারাবাহিকতায় জ্বালানির দাম এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভের ঘটনা ঘটছে।

মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোতে বিক্ষোভ ও ধর্মঘটের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ফ্রান্স
দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার প্যারিসের রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ। মঙ্গলবার বেশ কয়েকটি ইউনিয়ন দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়ায় ফ্রান্সে আঞ্চলিক ট্রেন চলাচল প্রায় অর্ধেক কমে গেছে।

ব্রিটেন
ব্রিটেনে পণ্য সরবরাহকারী চালক বেতন নিয়ে বিরোধের কারণে চলতি মাসের শেষ দিকে পাঁচ দিনে ধর্মঘটে যাচ্ছেন। মঙ্গলবার ইউনাইটেড ইউনিয়ন জানিয়েছে, এই ধর্মঘটে বিয়ার সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। ব্রিটেনের অন্যতম বৃহৎ কন্টেইনার বন্দর লিভারপুলে শত শত শ্রমিক ২৪ অক্টোবর থেকে বেতন ও চাকরির জন্য আরও দুই সপ্তাহের ধর্মঘট গ্রহণ করবে। রাজকীয় ডাক কর্মীদের প্রতিনিধিত্বকারী কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন রয়্যাল মেইল সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে ধর্মঘট করেছে। বেতন ও অপারেশনাল পরিবর্তন নিয়ে কয়েক মাস ব্যর্থ আলোচনার পরে তারা আরও ধর্মঘটের হুমকি দিয়েছে।

বেলজিয়াম
বিদ্যুতের দামের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২১ সেপ্টেম্বর হাজার হাজার মানুষ ব্রাসেলসের রাস্তায় নেমেছিল। জুন মাসে অনুরূপ একটি বিক্ষোভে প্রায় ৭০ হাজার শ্রমিক যোগ দিয়েছিল।

জার্মানি
লুফথানসা ইউরো উইংয়ের পাইলটরা সোমবার থেকে তিন দিনের ধর্মঘট শুরু করেছে। তাদের ইউনিয়ন জানিয়েছে, ধর্মঘটের কারণে হাজার হাজার যাত্রীর ওপর প্রভাব পড়ছে।

হাঙ্গেরি
উচ্চ মজুরির জন্য ধর্মঘটে যোগদানের জন্য বরখাস্ত হওয়া শিক্ষকদের সমর্থনে হাজার হাজার হাঙ্গেরিয়ান ছাত্র এবং অভিভাবক ১৪ অক্টোবর সমাবেশ করেছে।

চেক প্রজাতন্ত্র
২৮ সেপ্টেম্বর প্রাগে হাজার হাজার নাগরিক বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দেশটির ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। কমিউনিস্টসহ অতিডানপন্থিরা এই বিক্ষোভের ডাক দিয়েছিল।

সূত্র: এবিসি নিউজ, রয়টার্স, আল জাজিরা,  ইউরো নিউজ




Sheikh Russell's birthday celebrated with due dignity in Netrokona

Abdur Rahman Ishan, Netrokona Correspondent:

নেত্রকোণায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬৯ তম জন্মদিন।

এ উপলক্ষে নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে শিল্পকলার মুক্তমঞ্চে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহীদ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ। পরে একে একে বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের প্রধানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে মোক্তারপাড়া মাঠ থেকে একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন, রচনা সহ বিভিন্ন আঙ্গিকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ৃ




Abdul Malek Ukil's 35th death anniversary observed in Noakhali

মোঃ বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী থেকে ঃ
সাবেক স্পীকার সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বাংলাদেশ আ-লীগ এর সাবেক সভাপতি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ৩৫ তম মৃত্যু বার্ষিকী  জন্ম স্হান সদর উপজেলার বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজে ১৭অক্টোবর দুপুর ১২টায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে  অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুল মালেক উকিল ডিগ্রি  (অনার্স) কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আ-লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুম আবদুল মালেক উকিলের সুযোগ্য সন্তান আবদুল মালেক উকিল  ডিগ্রি (অনার্স) কলেজের প্রতিষ্ঠাতা ও জেলা আ-লীগের সিনিয়র সদস্য  গোলাম মহি উদ্দিন (লাতু) উপস্থিত ছিলেন ২নং দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন সাবেক এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজের বিদ্যুোৎসাহী সদস্য আবদুজ্জাহের বিদ্যোৎসাহী সদস্য কলেজ পরিচালনা পর্ষদ মোঃ ফারুক হোসেন  বিদ্যুৎসাহী  সদস্য কলেজ পরিচালনা পর্ষদ জাফর আহম্মেদ জুয়েল। অভিভাবক সদস্য  কলেজ পরিচালনা পর্ষদ জাকিউল ইসলাম( দুলাল) হিতৈষী সদস্য আবদুল মতিন ডাঃ সাইফ উদ্দিন (সাইফ)আবদুল মালেক উকিল ডিগ্রি(অনার্স)কলেজ পরিচালনা পর্ষদ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এনামুল হক  অধ্যক্ষ আব্দুল মালেক উকিল ডিগ্রী  (অনার্স)কলেজ। অনুষ্ঠান শেষে কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



TI Siraj-ud-Daula's fearless role in resolving traffic congestion in Noakhali

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
In Maijdi, a city in Noakhali, traffic congestion is constantly being created due to the random parking of cars on one side, the encroachment of sidewalks by mobile shops on the other, and the under-construction four-lane road.
In addition, traffic congestion is becoming more severe due to battery-powered auto-rickshaws. At this time, Siraj-ud-Daula joined the Noakhali Traffic Department as an inspector. Noakhali Superintendent of Police Shahidul Islam is working tirelessly to clear the roads of Noakhali from traffic congestion under the guidance of PPM. Every day, he is seen removing traffic congestion from the roads and giving directions to the sergeants and constables in charge of the traffic department. Earlier, the TIs in charge of the Noakhali Traffic Department were not seen in such a role in removing traffic congestion.
Noakhali Police Superintendent Shahidul Islam PPM's direction has changed the traffic congestion scene in Noakhali city since TI Siraj-ud-Daula joined. Regarding traffic congestion, CNG driver Akbar said that now there is no traffic congestion on the road like before, we also do not park cars everywhere. Bus driver Babul said, when the bus leaving from Sonapur entered Maijdi city, we could not get out due to traffic congestion. Now, due to the traffic police, we do not have to hurry to get out. In this regard, Traffic Inspector (TI) Siraj-ud-Daula said, we are struggling every day to clear traffic congestion in Noakhali city. Even then, we are trying our best to make Noakhali city free from traffic congestion.
If we get everyone's cooperation, we will be able to give the gift of a clean city that is 100% free of traffic jams. The activities of the current traffic police have been widely praised in the Noakhali Sudhi community. Environmentalist Pratibh Das of the district city said that TI Siraj-ud-Daula's clean policing activities have restored order on the roads. In this case, it is possible to give the gift of a 100% traffic jam-free Noakhali with the coordinated cooperation of the police, the municipal mayor and politicians.



Attempt to evict Hindu family in Ramganj through threats

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের ধুপিবাড়ির ৪/৫ টি পরিবারের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উচ্চেদের চেষ্টা চালিয়ে আসছে যশোরের বসবাসকারী নুরুল হক। সে যশোরে অবস্থান করলেও নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ আলী ও তার ভাড়াটিয়া লোকজন প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হয়রানি করে আসছে যেন তারা নিজ বাড়িঘর সম্পত্তি ছেড়ে অন্যত্রে চলে যায়।
প্রায় তিন একর ছিয়াশি শতাংশ সম্পত্তি মধ্যে ১ একর সাড়ে ৯৪ শতক সম্পত্তির মধ্যে নুরুল হক ১৯৬৭ সালের বায়নাচুক্তির একটি কাগজ দেখিয়ে নিজকে মালিক দাবি করে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদের জন্য হয়রানি করে আসছে।
অথচ উক্ত সম্পত্তির ডিএস,এমাআর ও আরএসসহ সকল রেকর্ডপত্র গোপাল দাস ও তার পূর্বপুরুষগনের নামেই রয়েছে।

রবিবার ১৬ অক্টোবর ২০২২ইং সরজমিন গেলে ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্হানীয় লোকজন জানান, একটি প্রভাবশালী গ্রুপ হুমকী-ধামকী আর ভাড়াটিয়া লোকজন দিয়ে মাদকের নেশার আখড়া বসিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ধুপী বাড়ি থেকে কয়েকটি সনাতন ধর্মাবলম্বী পরিবারকে উচ্ছেদের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন গোপাল দাসসহ ঐ বাড়ির লোকজন। সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে জনৈক বাদী নুরুল হকের পক্ষ নিয়ে স্থানীয় মোহাম্মদ আলী লোকবল নিয়ে ওই হুমকী-ধামকী আর মাদক ও নেশার আখড়া চালিয়ে আসছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। এমতাবস্থায় পরিবার গুলোর নারী শিশু সদস্যরা দৈনন্দিন চলাচলসহ পুকুরে গোসল করা দূরহ হয়ে পড়েছে।

জানাযায়, উক্ত সম্পত্তি নিয়ে নুরুল হক ১ একর সাড়ে ৯৪ শতক সম্পত্তি নিজ মালিকানা দাবি করে ১৯৯২ইং সালে লক্ষ্মীপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করে যাহা ১৯৯৭ইং বাদীর আরজি যথাযথ নয় বলে খারিজ করে দেয়। ঐ বছরই উক্ত মামলা লক্ষ্মীপুর জজকোর্টে বাদী আপিল করেন, যাহা ১৯৯৮ইং সালে নিম্ন আদালতের রায় বহাল রেখে মামলাটি পূনরায় খারিজ করে দেয়। বর্তমানে মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে।

ভুক্তভোগী গোপাল দাস আরো বলেন, দীর্ঘ বেশ কয়েকযুগ থেকে আমরা বংশনুক্রমে উক্ত সম্পত্তিতে বসবাস ও ভোগদখল করে আসছি। হঠাৎ গত ত্রিশ বছর থেকে নুরুল হক একটি বায়না চুক্তি নিয়ে মোহাম্মদ আলী ও তার ভাড়াটিয়া লোকজন আমাদের অযথা হয়রানি করে আসছে।

অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, উক্ত সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা চলমান। রায়ের পরই বলা যাবে এই সম্পত্তি কার? অপরদিকে মামলার বাদীর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। এজন্য আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাই আমরা মেনে নিবো।




Krishak League leader attacked in Ramganj

আবৃ তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তছলিম মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা৷

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় উপজেলার উত্তর চন্ডিপুর বকশি বাজারে। স্থানীয় লোকজন গুরুতর আহত মেম্বারকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫নং চন্ডিপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার তছলিম মোল্লা রামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার সময় চন্ডিপুর বকসী বাজার নামক স্থানে এলে রাতের অন্ধকারে ৪/৫জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। মেম্বার তছলিম মোল্লা চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের মেহের আলী মোল্লা বাড়ির মৃত গোফরান মোল্লার ছেলে।

৫নং চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই মেম্বারের উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তারপরেও বিষটি প্রশাসন সহ সকলের সহযোগীতায় নিয়ে তদন্ত করে হামলাকারীদের চিহিৃত করা হবে।

রামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত মেম্বার চিকিৎসাধীন রয়েছেন। আভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।