Disabled person's allowance money goes to UP member's son in Barguna; husband and wife form human chain

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালিতাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী ভাতা ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার মাতাব্বরের ছেলে রানার বিকাশ নাম্বারে গ্রহণ করে আত্মসাৎ এর প্রতিবাদে প্রতিবন্ধী আবুল বাশার তার স্ত্রী ও ৬ বছরের শিশু সন্তানসহ মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে ১০ টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বাক প্রতিবন্ধী আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামী একজন বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী কার্ড অফিসে জমা দেওয়া কথা বলে আমার কাছ থেকে ইউপি সদস্য আবুল বাশার উপজেলা সমাজ সেবা অফিসে এসে প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বার না দিয়ে ইউপি সদস্যের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বার দিয়ে টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন।

তিনি আরো বলেন, আমার স্বামীর ভাতা না পেয়ে প্রায় ১ বছর ধরে মেম্বারের কাছে ভাতার টাকার কথা বললে মেম্বার বলেন, অপেক্ষা কর সমস্যা আছে পাবা আনে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বারের ছেলে রানার বিকাশ নাম্বারে ১ বছর ধরে ভাতার টাকা যায়। পরে আমরা কান্না কাটি করলে সমাজ সেবা অফিসার আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বললে আমরা ইউএনওর কাছে গত বৃহস্পতিবার লিখিত িঅভিযোগ দেই।

এ ব্যপারে উপজেলা সমাজ সেবা অফিসার মিজান সালাউদ্দীন জানান, প্রতিবন্ধী আবুল বাশার অফিসে আসলে আমি যাচাই বাছাই করে দেখি প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বারে টাকা না গিয়ে ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১ বছর যাবৎ টাকা প্রদান করা হয়। এ ব্যপারে আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি।




New committee formed for Bashemurbiprabir's Environmental Science Club

Md. Fazle Rabbi, Bashemurbiprabi Representative:
2. Executive Committee of Environment Science Club (ESC) of Environment Science and Disaster Management (ESD) Department of Students has been formed at Bangabandhu Sheikh Mujibur Rahman University of Science and Technology (Bashemurbiprobi) in Gopalganj.

Partha Pratim Brahm (Session 2017-18), a student of 2nd batch of Environmental Science and Disaster Management Department, has been announced as the President and Md. Safiqul Ahsan Imon (Session 2017-18) of the same batch as the General Secretary.

The said committee was announced on Tuesday (September 27) night with the consent of the advisory board.

ESC Club has 2. Executive Committee, “Vice President H. M. Raihanul Islam; Joint General Secretary Sudarshan Sarnal; Organizing Secretary M. Tarikhe 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000Essays: 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000Essays, 1000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,0

Md. Rajib Hossain, president of the Department of Environment Science and Disaster Management, has been appointed as the chief advisor of the organization, and Md. Muhaiminul Islam, assistant professor, assistant professor, assistant professor, assistant professor, Dr. Md. Rasheduzzaman, Assistant Professor; Ferdowsi Sultana, Assistant Professor; Zakia Sultana, Assistant Professor; Sharmin Akhter, Assistant Professor.

When asked about the formation of the committee and its activities, the newly elected president of the organization, Partha Pratim Brahma, said, “Every year, 1,000 students are admitted to our university. Every year, we will make everyone aware and think about our nature in a new way. Our main objective is to make the landing and pollution-free landlords in the house.”

In this regard, the newly elected general secretary of the organization, Md. Safiqul Ahsan Emon, said, “To create a pollution-free environment by making the students aware of the environment. The club's journey is to make it more interested. We will try to make students aware of this and help them to build a healthy and beautiful Bangladesh.”

Incidentally, Bangabandhu Sheikh Mujibur Rahman University of Science and Technology to provide practical ideas to the students of all levels of Environmental Science and Disaster Management and to create a pollution-free environment by making all the students aware of the environment. On March 15, 2022, with the intention of making more interested, the inspiration of all the teachers of the Department of Environmental Science and Disaster Management in Bashemurbiprabi and the long-term efforts of the students started his walk as a result of the long-standing efforts of the students.




Government office hours may be extended by one hour

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস অফিসসূচি এক ঘণ্টা বাড়ানো হতে পারে। এটি হলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের. ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ায় শীতকালকে সামনে রেখে আগামী মাস থেকেই অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হতে পারে।

সূত্র আরও জানায়, এ সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তৈরি করা হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

সাধারণত, সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত করা হয়।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি এবং ব্যাংক গুলোও অফিস সময় কমিয়ে আনে।




Younger brother gets life sentence for killing elder brother in Lakshmipur

Pradeep Kumar Roy:

জেলা সদরে পারিবারিক কলহের জের ধরে দা দিয়ে কুপিয়ে বড় ভাই আবদুল হান্নানকে হত্যার ঘটনায় ছোট ভাই আবদুল মান্নানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে মান্নান তার বড়ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মামালার বাদি তার বাবা আবুল কালাম। আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মান্নান সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চরপার্বতীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে হান্নান তার ছোট ভাই মান্নানকে গালমন্দ করে। এতে মান্না ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে হান্নান ও মান্নান ঝগড়ায় লিপ্ত হয়। পরে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মান্নান তার ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। খবর পেয়ে তার বাবা আবুল কালাম বাড়িতে এসে মান্নানকে ঘরে আটকে রাখে। পরদিন বাবার দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রানা দাস একই বছর ১৫ মার্চ আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।




Farmer killed, 1 injured in lightning strike in Lakshmipur

লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. হানিফ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় বেল্লাল হোসেন নামে আরও একজন আহত হোন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হানিফ কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাসিন্দা। আহত বেলালের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, হানিফ বিকেলে কৃষি কাজ করার সময় ব্জ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এসময় বেলাল আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বজ্রপাতে একজন মারা গেছেন। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।




Lakshmipur SP stands by helpless old woman, impressed by old woman's prayers

Junaid Al Habib-

সেবা নিতে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন ওই বৃদ্ধা। সেবা শেষে বৃদ্ধার দোয়ায় মুগ্ধ হন পুলিশ সুপার। এসপির মাথায় হাত বুলিয়েও দোয়া করতে ভুল করেননি ওই বৃদ্ধা। এ নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। পল্লী নিউজের পাঠকদের জন্য সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো….

এ আমার পরম দোয়া

অসহায় হয়ে এসেছিলেন আমার কাছে।চোখের জল ফেলেছিলেন।দিশেহারা বয়স্ক দুইজন।স্বামী আর স্ত্রী।নিজেদের গড়া সকল সম্পত্তি বিশ্বাস করে লিখে দিয়েছিলেন নিজের মেয়ে জামাইয়ের নামে।

অথচ তারাই বিশ্বাসঘাতকতার ছুড়ি চালিয়ে ঘর ছাড়া নিঃস্ব করে দিলো।
চোখের জলে বুড়োবুড়ির আকুনি মিনতি পুলিশ সুপারের অফিসে।

দায়িত্ব দেয়া হলো ডিবিকে।নির্দেশ দেয়া হলো এ অন্যায়ের বিরুদ্ধে কিছু করার।বয়স্ক এ মানুষ আজ পথে পথে দিশেহারা।নিরলস পরিশ্রম আর আন্তরিকতায় আজ সেই তারা তাদের অসহায়ত্বের অবসান করে দিলো ডিবি।

মেয়ে জামাই আর প্রিয় সেই বয়স্ক বুড়ো বুড়িকে নিয়ে আমার রুমে অনেক কথা বললাম।বিদায় জানিয়ে বললাম,
“আপনারা ভালো থাকুন।খুব ভালো লাগলো আপনি শান্তি পাচ্ছেন”।

আমার কথায় যেন সত্যিই তিনি শান্তি পেলেন।মুখ ঢাকা বয়স্ক মুরুব্বি ঐ মায়ের দুচোখ যেন ছল ছল করছিলো আমার কথা শুনে।মনে হলো কি যেন বলবেন।দরজা খুলে চলে গেলো।

তারা চলে গেল।মনে মনে একটা আফসোস হলো।ভাবলাম,ইস্ ঐ বয়স্ক মুরুব্বী মহিলার কাছ থেকে যদি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া নিতে পারতাম।এটি ভাবতেই দরজার খুলেই অডার্লি সোহেল বললো,

— স্যার,ঐ মুরুব্বি মহিলা আপনাকে একটু দোয়া করতে চায়….
— কি যে ভালো লাগলো আমার!

মনে মনে এটিই চেয়েছিলাম।
হে আল্লাহ আমার মনের ইচ্ছে তুমি পূরণ করলে।সত্যিই তুমি মহান

মনের আনন্দে নিজ আসন থেকে উঠে টেবিলের সামনে এগিয়ে এলাম।মাথা বাড়িয়ে দিলাম।মাথায় হাত রেখে দোয়া করলেন।কি যে ভালো লাগলো….

এমন মানুষের ভালবাসা আর দোয়া পাওয়া এক সৌভাগ্যের।তিনি আমার রক্তের কেউ না,কিন্তু তিনি যেন তারও চেয়ে অনেক বড় সম্পর্কের।




Houses gifted to 7 homeless families in Lakshmipur on Prime Minister's birthday

Pradeep Kumar Roy:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গৃহহীন ৭টি পরিবারকে আধা পাকা ও টিনশেড ঘর উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে টাউনহল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া’র ব্যক্তিগত অর্থায়নে উপহারের ঘরগুলো নির্মাণ করা হয়। উপহারের ঘর বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে লক্ষ্মীপুর প্রান্তে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আরো ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর প্রমুখ।

যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ এ কর্মসূচির উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদদের স্মরণে তাদের নাম দিয়ে ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শান্তি কুঞ্জ, বঙ্গমাতা শান্তি কুঞ্জ, শেখ মনি শান্তি কুঞ্জ, শেখ কামাল শান্তি কুঞ্জ, আরজু মনি শান্তি কুঞ্জ, শেখ জামাল শান্তি কুঞ্জ, শেখ রাসেল শান্তি কুঞ্জ।

আলোচনাসভা শেষে উপকারভোগী ৭টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অতিথিবৃন্দ।




Rural doctor attacked by robbers in Lakshmipur, 2 arrested

Lakshmipur Correspondent:

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে জামাল উদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ডাকাতদল।

এসময় তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। পরে চিৎকার করলে আশপাশের লোকজন বের হয়ে দুইজনকে আটকের পর পুলিশে সৌপর্দ করে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাতের হামলায় আহতের বিষয়টি নিশ্চিত করেন জামাল।এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শাহজাহান কামাল সড়ক এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জামাল একই এলাকার মো. শামছুদ্দিনের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক। জামালের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় ৮-১০ জনের একদল লোক বাড়িতে আসে। তার পরিচিত বেলাল মামার কথা বলে তারা তাকে ঘর থেকে ডেকে বের করে। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে কোপ দেয়। এছাড়া পিটিয়ে ও কিল-ঘুষি লাথি মেরে তাকে গুরতর আহত করে। পরে তার ঘরে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হামলাকারীরা পালিয়ে যাচ্ছিল। এসময় ব্যাথায় ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে আসে।

পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে স্থানীয়রা। আটকদের নাম পরিচয় জানা যায়নি। জামাল উদ্দিন বলেন, হামলাকারীদের কাউকে আমি চিনি না। কারো সাথে আমাদ কোন বিরোধ নেই। তারা ডাকাতি করতে এসেছিল। আমাকে কুপিয় আহত করে ঘর থেকে তারা টাকা নিয়ে গেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় দুইজনকে আটক করা হয়। ভূক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




4th anniversary of the Alumni Association of Chaumuhani Government Saleh Ahmed College

Md. Badiuzzaman (Tuhin), Notakhali Representative:

In the midst of the grand ceremony, the special program of the Alumni Association of Saleh Ahmed College, Choumuhani Government Saleh Ahmed College, was held on September 24 in the entire day at the college auditorium among the meritorious students of the seminar titled “I will be BCS Cadre Hobo”.

Mohammad Belal Hossain Chowdhury, Director General of Customs Ret and Extradition Department spoke as the main speakers, Professor Md. Manjurul Haque, Principal of Choumuhani Government Saleh Ahmed College, spoke as the chief guest.

 

Dr. Md. Abu Taher Managing Director Life Ketter Hospital Ltd., Jatitha Cardiology Institute Associate Professor Dr. Kofil Uddin, Dr. Rabeta Khanam, former Associate Principal of Lalmatita Mahila College Nilufar Shahjahan spoke as special guests, Prof. Md. Abul Bashar, retired Principal Chaumuhani Govt. SA College presided over the event.

The event was noted in the event of Essotionation of Esso in the Essotion of Esso in the Essotion of Esso in the Essotion of Esso in the Esso, Amaron, Esso, A.M., A. A. M. A. O. O. 6. The 6.0.




Police raid Jamaat office in Lakshmipur, 2 arrested

Police are conducting raids at an office in the Jamaat in Laxmipur, and 2 people have already been arrested by law enforcement agencies.

On Saturday (September 24) around 3 pm, the police started the operation in the south Tehmuni area of the city on that secret news. Later, Abdur Rahman (50) and Md. Two people named Suman (28) were arrested and they were residents of Sadar Upazila.

The members of the law and order forces have surrounded the office till the writing of this report around 4:30 pm.

 The OC (Investigation) of Laxmipur Sadar Model Police Station confirmed the poison of the operation and arrest. Mominul Haque.

The police officer said that the two arrested have been sent to the police station for preliminary interrogation. The office of the Jamaat has a large number of Jihadi books, which the police operation is still going on, and senior police officials are also expected to come to the spot.