Israfil took possession of the land by destroying the name of Madrasa in Kamalnagar

Staff Correspondent:

লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা’র বাদামতলী বাজারে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে জোরপূর্বক জমি ও ঘর দখলের অভিযোগ উঠে দারুল উলুম মোহাম্মদীয়া মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইস্রাফিল বিরুদ্ধে।

তার বিরুদ্ধে নানবিধ সমস্যা তুলে ধরেন স্থানীয় জনতা। তারা জানান, দ্বীনি লেবাস পরে ইস্রাফিল সাধারণ মানুষকে জমিদখলসহ বিভিন্নভাবে হয়রানি করছে। তার বিমুখি’র ভয়ে মুখ খুলতে নারাজ অসহায় কিছু ভুক্তভোগী পরিবার।

স্থানীয় অভিযোগকারী শামসুল আলম নিশাদ জানান, তার বাবা মৃত নুর আলম দিয়ারা ২৪ নং চর বসুমোজা, ২৭৫ নং দলিল মূলে দেড় শতাংশ জমি ২০১৪ সালে দাতা-জামাল, পিতা-আব্দুর রশিদ হতে খরিদ সূত্রে মালিক হন। জমি রেজিষ্ট্রি করে সেখানে দোকান ঘর নির্মান করেন। দীর্ঘদিন ঘরগুলো স্থানীয়দের মধ্যে ভাড়া চলছে। হঠাৎ স্থানীয় ভূমি দখলদার মোহাম্মদ ইস্রাফিল দুটি ভিটি নির্মানাধীন ঘর জবরদখল করে মাদ্রাসার পরিচালনা করছে। স্থানীয়ভাবে জানার পর তার সাথে যোগাযোগ করলে তিনি দখল ছাড়বে না, বিভিন্নভাবে হয়রানি ও হুমকি-ধমকি দিচ্ছেন।

তিনি দাবি করেন, খরিদসূত্রে ভিটি ও ঘরগুলো মালিক তিনি। তিনি কিসের মূলে মালিক হয়েছে, কাগজপত্র নিয়ে আলোচনার জন্য বারবার বললেও কোন তোয়াক্কা করছে না। স্থানীয় চর কাদিরা পরিষদের চেয়ারম্যান, মেম্বার তাকে কাগজপত্র নিয়ে আলোচনার করতে কয়েকবার নোটিশ করে ব্যর্থ হন।

স্থানীয় চর কাদিরা ভূমি অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত ইস্রাফিলকে বিষয়টি জানতে নোটিশ করা হলেও তিনি ধরা দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের নিকট দখলদার মোহাম্মদ ইস্রাফিলের বিরুদ্ধে জোরপূর্বক ভুমি দখলের লিখিত অভিযোগ দেয়া হয়। তিনি উপজেলা সহকারি কমিশন (ভূমি)কে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন।

উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে সার্ভেয়ার প্রমেশ্বর রায় চাকমা সরেজমিনে গিয়ে তদন্তে করে জমি ও ভিটি ঘর দখলের সত্যতা পান। এবং জমির ঘর থেকে মাদ্রাসা সরিয়ে নিতে নির্দেশ দিলেও বিষয়টি তোয়াক্কা করেনি দখলদার মাওলানা মোহাম্মদ ইস্রাফিল।

অভিযুক্ত মোহাম্মদ ইস্রাফিল বলেন, তিনি জমি কিনেছে। তবে ঘর আগের তোলা ছিল স্বীকার করেন। এবং তিনি মেঠোফোনে কথা না বলে তার সাথে দেখা করতে বলেন।




Low pressure in the sea, rainfall will increase

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। ফলে আগামী দুদিনে বৃষ্টিপাত বাড়তে পারে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলীসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




Romans the one hundred students to private read assistant teacher tested vs. the

Abu Taher, Ramganj Correspondent: 

 

 

A written complaint has been filed with the Lakshmipur District Education Officer against Parikshit Banik, an assistant teacher at Ramganj Station Model Government Primary School in Lakshmipur, for giving private tuition to more than a hundred students and his coaching business. The complaint filed by Rupa Banik, a guardian member of the school's SMC committee, on October 28 is currently being investigated by the Upazila Education Officer.

 

According to local sources, assistant teacher Parikshit Banik joined this educational institution in 2018. Since joining, he has been exerting administrative and political influence by grouping teachers and establishing a coaching center in a building adjacent to the school. He is also running a private and coaching business by threatening students with various temptations and low marks in exams. He also holds a farewell ceremony for 5th grade students from the coaching center separately outside the school. A parent who does not want to be named said that if Parikshit Banik does not take private lessons from Sir, the teacher also threatens to make the students fail. He sees those students in the class from the perspective of neglect. That is why the students are forced to take private lessons from him at the coaching center or privately. He is busy with coaching and private lessons in the morning and afternoon. After so much hard work, he is unable to concentrate in class.

 

Accused teacher Parikshit Banik said, "Jahangir Sir in the room next to me, Sheikh Jahangir Alam, Mizan Sir and everyone inside the school are teaching privately according to their own views. But some people have made complaints against me out of jealousy. All this is a conspiracy."

 

Headmaster Emran Hossain said that the allegations are true and the education officer is investigating the matter. So I cannot say anything about it.

 

School Managing Committee Vice President and Councilor Rashedul Alam said, "This is true because teachers do private and coaching. However, whether they teach in school or during class time is a matter for us to see. What the teacher does before and after school time is not a matter for us to see. We have learned that there have been complaints about the tested merchant."

 

Upazila Education Officer (Acting) Mohammad Abdul Mohaimen said that a complaint has been made to the District Education Officer regarding various irregularities including private and coaching against Station Model Primary School teacher Parikshit Banik. I am investigating on the instructions of the District Education Officer. I will soon submit the investigation report to the higher authorities.

 

Lakshmipur District Education Officer Munsur Ali said, "We have received the complaint. The Upazila Education Officer has been asked to investigate and submit a report. Legal action will be taken once the investigation report is received."




Mamunul Haque in court amid tight security

ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।

আজ তার বিরুদ্ধে চার পুলিশ কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে আগের ধার্য তারিখে বাকি থাকা দুইজনের সাক্ষ্যও নেওয়া হবে। বেলা ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আজ মামুনুল হকের বিপরীতে চার পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক।

ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ২৭ দিন পর ওই বছরের ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে মামুনুল হক ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন।




Accused in 6 cases arrested in Lakshmipur

Police are arresting a youth named Osman Gani alias Pitas (30) with a desi made LG and one round of cartridges in Lakshmipur.

He was arrested from Meghna Road in the district city on Saturday (September 17) night.

The police have reported that several cases have been filed against him by various police stations against him in Nabinagar village under Chandraganj police station of Pitas Sadar Upazila.

The police have learned that the weapon was taken to the sale of Lakshmipur municipality area on the basis of secret information. Based on the secret information, the police raided the spot and tried to escape the police.

Laxmipur District Superintendent of Police (SP) Mahfuzzaman Ashraf said that the detained Pistas had come to sell the weapon in Laxmipur town, which has been filed against him by various police stations and preparations for the Arms Act are being prepared in his name.




Sheikh Hasina receives phone call from Britain's new king

Britain's new King Charles III has called Prime Minister Sheikh Hasina to thank her for attending the funeral of Britain's Queen Elizabeth II.

King Charles expressed his gratitude in a telephone call from Buckingham Palace on Saturday evening (September 17) local time, the Prime Minister's Office's press wing reported.

The Prime Minister is currently in London on a four-day visit to attend the funeral of Britain's late Queen Elizabeth II. He will attend the Queen's funeral at Westminster Abbey on Monday morning. Queen Elizabeth II died on September 5 at the age of 96. As per tradition, the Queen's eldest son Charles became king after that.

During the telephone conversation, King Charles III expressed his condolences and sympathies to the royal family over the Queen's death, as well as the people of Bangladesh, the Prime Minister's Press Wing said in a statement. During the conversation, Sheikh Hasina described the late Queen Elizabeth II as a "motherly figure" and described her as an "extraordinary head of the Commonwealth". She informed the King that she had come to attend the state funeral as a personal tribute to the Queen.

She informed the King that Bangladesh has observed three days of state mourning in honour of the late Queen of Britain and special prayers have been offered for the repose of the Queen's soul. Sheikh Hasina once again congratulated King Charles III on his accession to the throne of the British Empire and wished him a long and prosperous reign. The Prime Minister also recalled the visit of King Charles (then Prince Charles) to Bangladesh in 1997.

He said that Bangladesh was preparing to welcome King Charles and the Queen Consort next month to mark the 50th anniversary of diplomatic relations between Bangladesh and the United Kingdom. In response, the King said, "We were looking forward to the visit to Bangladesh on this 50th anniversary. However, due to recent events, it has unfortunately had to be cancelled."




Allegation of extortion to cover up the fraud of Adam Bepari in Faridpur

Faridpur Representative –
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের সামসুদ্দিন লস্করের ছেলে আদম বেপারী হাবিব লস্কর (৪৫) নিজের প্রতারনা ঢাকতে ভুক্তভোগী পরিবারের স্বজনদের নামে ফরিদপুর কোর্টে চাঁদাবাজীর মামলার অভিযোগ দিয়ে ভীতি সৃষ্টি করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই আদমের হয়রানী ও অর্থ আত্মসাতের প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ও তাদের স্বজনরা মিলে আদম বেপারীর বিচারের দাবী তুলে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জেলা প্রশাসক ফরিদপুর, পুলিশ সুপার ফরিদপুর, উপজেলা নির্বাহী অফিসার, চরভদ্রাসন ফরিদপুর ও অফিসার ইনচার্জ, (ওসি) চরভদ্রাসন থানায় স্মারকলিপি প্রদান করেছেন। এ মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ খান। ওই আদম বেপারীর প্রতারনা ও জনহয়রানীর চিত্র তুলে ধরে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার আলী মোল্যা, পাঞ্জু শেখ, শেখ ফজল ও লিটন খান প্রমূখ। জানা যায়, ওই আদম বেপারী দীর্ঘকাল সৌদী আরবে চাকুরী করে প্রায় দেড় বছর আগে বাড়ীতে ফেরার সময় অনেকগুলো ভিসা কপি সাথে নিয়ে সে দেশে আসে। এসব ভিসা দেখিয়ে গ্রাম গঞ্জের সরল প্রান জনগোষ্ঠীর কাছ থেকে ৪/৫ লাখ করে টাকা হাতিয়ে নিয়ে অনেককে বিদেশে পাঠিয়ে মাত্র তিন মাসের আকামা করে পরিবারটি নিঃস্ব হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আবার কেউ মোটা অংকের টাকা দিয়ে মাসের পর মাস ওই আদমের পিছে ঘুরেও বিদেশে যেতে পারে নাই বা তাদের টাকা আদৌ ফেরত পায় নাই। এসব ভুক্তভোগী পরিবারের মধ্যে উপজেলার বালিয়া ডাঙ্গী গ্রামের শেখ ইমরান হোসেন (৩০) ও মনিকোঠা গ্রামের শেখ পাঞ্জু হোসেন (৩৬) এ দু’জনের পাওনা টাকা নিয়ে প্রায় তিন মাস আগে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচ তলায় অনুষ্ঠিত সালিশ বৈঠকের সভাপতিত্ব করেন এলাকার গন্যমান্য শাহজাহান মোল্যা। উক্ত সালিশ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক গত ৭ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্থ শেখ পাঞ্জু হোসেনকে সাড়ে তিন লাখ টাকা ফেরত দেওয়ার শর্ত থাকলেও আদম বেপারী পাওনা টাকা ফেরত দেয় নাই। ফলে ওই সালিশ বৈঠকে উপস্থিত স্বাক্ষীগন ও ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনরা মিলে গত ১২ সেপ্টেম্বর উপজেলা সদরের দক্ষিন দিকে মেইন রোডের সাথে নজরুল ইসলামের দোকানের সামনে আদম বেপারীকে পেয়ে তারা ক্ষতিগ্রস্থ পাঞ্জু শেখের টাকা ফেরত চায়। এ সময় আদম বেপারীর সাথে সালিশবর্গের বাক বিতন্ডার একপর্যায়ে কিল-ঘুষির ঘটনা ঘটে। এরই জের¡ ধরে ওই আদম বেপারীর ভাই হায়দার লস্কর বাদী হয়ে ফরিদপুর কোর্টে ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনদের নামে একটি চাঁদাবাজী মামলার অভযোগ করেছে বলে জানা গেছে। একই সাথে গণমাধ্যমের ফেসবুকে আদম বেপারী হাবিব লস্করের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলে একটি অনলাইন টিভির স্বাক্ষাতকারও প্রচার করা হয়। তাই শনিবার ক্ষতিগ্রস্থ ১০টি পরিবার জড়ো হয়ে আদম বেপারীর বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল জানান, “ হাবিব লস্করের উপর হামলার ব্যাপারে অত্র থানায় কেউ কোনো অভিযোগ করে নাই”। তবে শনিবার ওই আদম বেপারী হাবিব লস্কর বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। সালিশ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বালিয়া ডাঙ্গী গ্রামের শেখ ইমরান হোসেন এর বিষয়ে আমার কাছ থেকে যে ৯০ হাজার টাকা নেওয়া হয়েছে। সেই ইমরান হোসেন আজও সৌদী আরব দেশে কাজ করে চলেছেন। আর যাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে সেই শেখ পাঞ্জু হোসেন আদম অফিসের ফোনটি সময়মত ধরে নাই এবং তাদের নির্দেশমত কাজ করে নাই ফলে সে প্রায় এক বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছে”।
মানববন্ধন কর্মসূচীর সভাপতি ও চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান জানান, “ আমার জানামতে আদম বেপারী হাবিব লস্কর শতাধিক লোকের কাছ থেকে ভিসা কপি দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।
তিনি বলেন, হাবিব লস্কর বিদেশের নাম করে অর্থ আত্মসাতের বিরুদ্ধে আমার অফিসে ১৫টি লিখিত অভিযোগ রয়েছে। মাত্র একটি অভিযোগ সুরাহা করতে পেরেছি বাকীগুলো হাবিব লস্কর আমার নোটিশ অমান্য করে অফিসে হাজিরা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এ মানববন্ধনে অংশগ্রহনকারী ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে উপজেলার দবিররদ্দিন প্রামানিকের ডাঙ্গী গ্রামের ফজল শেখের ছেলে বাদল শেখের কাছ থেকে দুই দফায় নগদ ওই আদম বেপারী নগদ ৭ লাখ ৬৭ হাজার টাকা, মনিকোঠা গ্রামের শেখ পাঞ্জু হোসেনের কাছ থেকে নগ ৪ লাখ ৪৫ হাজার টাকা, বালিয়া ডাঙ্গী গ্রামের শেখ জৈনদ্দিনের ছেলে শেখ লিটনের কাছ থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা, ফাজেলখার ডাঙ্গী গ্রামের মৃত আইয়ুব খানের ছেলে আরিফ খানের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা, হাজীডাঙ্গী গ্রামের শেখ আবদুর রাজ্জাকের ছেলে ইউসুপ রানার কাছ থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা, টিলার চর গ্রামের মৃত সাহেদ বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাসের কাছ থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা, ওই গ্রামের শেখ পারভেজের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা, চরবিষ্ণুপুর গ্রামের হালিম ফকিরের ছেলে মামুন ফকিরের কাছ থেকে ৫ লাখ টাকা ও বালিয়া ডাঙ্গী গ্রামের কাজেম মন্ডলের ছেে জাবেদ মন্ডলের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ওই আদম বেপারী হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।



Narsingdi District A'League President GM Taleb, Secretary Pirzada Mohammad Ali

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকপূর্ণভাবে আজ শনিবার (১৭সেপ্টেম্বর) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় তিনি বলেন,বিএনপির রাজনীতি হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি। বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি। আপনারা নরসিংদীর জনগণ সারাদেশের জনগণের মত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্তা রাখুন। বিএনপির আগুন সন্ত্রাস দমনের জন্য যা যা করা দরকার আমরা তাই করবো। কারণ, এ দেশের স্বাধীনতার জন্য বহু দামাল ছেলেরা রক্ত দিয়েছে। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে এদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু সে দিন আমাদের জন্য অসাধ্যকে সাধন করে দিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে এ দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের প্রেসক্রিপশনে খন্দকার মোস্তাক আহমেদ গংদের নেতৃত্বে রাতের আঁধারে বঙ্গবন্ধু ও তাঁর স্ব-পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক এ সময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত-বিএনপিরা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এড. কামরুল ইসলাম এমপি, শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু এমপি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু, এবিএম রিয়াজুল কবীর কাওসার, মোঃ দেলোয়ার হোসেন এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি, আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক ভূইয়া মোহন, এড. মৃণাল কান্তি দাস এমপি,শামসুন নাহার চাঁপা, মোঃ সিদ্দিকুর রহমান, এড. সানজিদা খানম এমপি, মোঃ আনোয়ার হোসেন এমপি,ইকবাল হোসেন এমপি, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রমুখ। জননেতা মোঃ আশরাফ হোসেন সরকার,উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ১৮ জন প্রার্থীর নাম উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন বছরের জন্য নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেনকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য নরসিংদী জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ জানান। মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি




Harijans allege non-payment of student and elderly allowances

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুরে হিন্দু সনাতন ধর্মাবলম্বী হরিজন গোষ্ঠীর ছাত্র-ছাত্রী ও বয়স্ক ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসান সাদিক মাহমুদ’র বিরুদ্ধে।

এনিয়ে গত (১৬ জুন বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছে উপকার ভোগীরা। দীর্ঘ দিন পার হয়ে গেলেও সেই অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী। উপকার ভোগীরা বলছে, আমাদের ছেলেমেয়েরা উপজেলার বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়নরত আমরা এলাকার একদম দরিদ্র সিমার নিচে রয়েছি যার কারণে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে।

শুধু তাইনয় আমাদের হরিজন ও অনগ্রসর জনগোষ্ঠীর দুস্থ বয়স্ক ভাতা ভোগীরাও ভাতা পাচ্ছে না প্রায় দু’বছর হয়ে গেলো।এই দু’বছর আমরা ভাতা না পেয়ে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ ও পরিবার চালাতে চরম কষ্ট হচ্ছে।আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন দিয়েছি প্রায় তিন মাস হয়ে গেলো কিন্তু তিনি আজ পর্যন্তও কোনো প্রদক্ষেপ নেননি।

সমাজ সেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদ বলছেন,আবারও তারা পাওয়া শুরু করেছে। দু’বছরের টাকা পায় নাই এটা অর্থবছর শেষ হয়ে যাওয়ার কারণে, আমি আসার আগে এটা।এই টাকা গুলো ছিলো ব্যাংকে এটা ম্যানুয়ালিদিতে হবে জিডিপিতে যাবে না।এই টাকা দেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,এটা দিতে হলে ইউএনও স্যারের সাইন লাগবে।অর্থবছর শেষ হলে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে এটি দিতে হবে।তারা যদি লিখিত দেয় তাহলে আমরা দিতে পারবো।আর জিডিপির টা তারা আবারও পাওয়া শুরু করেছে।

এবিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।




ABM Nuruzzaman gets the responsibility of Primary Education Officer in Companiganj

Md. Badiuzzaman (Tuhin), No.
Noakhali Companyganj Upazila Education ABM Nurzzaman to take charge as an officer.
Greetings to this new officer Bangladesh Primary Teachers Association Companyganj Upazila Branch.