3 members of the same family die while demolishing old house

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি:

বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর পজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মারা যাওয়া ও আহত সবাই একই পরিবারের সদস্য। মারা যাওয়া তিন জন হলেন- রবিউল (১৬), হেলাল (৩৫) ও বেলায়েত হোসেন(২৬)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরিফ হোসেন। প্রত্যক্ষদর্শী ও হতাহতদের স্বজনরা জানান, নতুন ঘর তোলার জন্য পুরোনো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল। এই সময় ঘরের চালের একটি টিন গিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এই সময় টিনটি ধরে থাকা অবস্থায় রবিউল, হেলাল ও বেলায়েত হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের বাঁচাতে গেলে আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান। বরগুনা সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফরহাদ হোসেন বলেন, আমাদের এখানে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় চার জনকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই, তিন জন মারা মারা গেছে। এ ছাড়াও একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, নতুন ঘর ওঠানোর জন্য পুরনো টিনগুলো নামাতে গিয়ে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জেলা প্রশাসক থেকে আমার সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যে এই পরিবারের ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা দাফনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসন থেকেও যোগাযোগ করে খোঁজ নিয়েছে। পরিবার তিনটির সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদ সবসময় পাশে থাকবে।

বরগুনা সদর থানা ওসি আলী আহমেদ বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছিলাম। খুবই মর্মান্তিক। আমরা যতটা জানতে পেরেছি, নতুন ঘর নির্মাণের জন্য পুরোনো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল- এই সময় বিদ্যুতের তারের ওপর গিয়ে টিন পড়লে শর্ট সার্কিটে তিন জন মারা যান। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Drug dealer arrested in Baniyachang

হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে ৪০ লিটার চোলাই মদ হ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় অভিযান চালিয়ে চোলাই মদ জব্দ এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই দুলাল মিয়া ও সংগীয় ফোর্সসহ বানিয়াচং থানাধীন ৫নং দৌলতপুর ইউ/পির করচা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বিরধন বৈষ্ণব(৩০) পিতা- গোপাল বৈষ্ণব, সাং- করচা কে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেববিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি)অজয় চন্দ্র দেব বলেন, বানিয়াচং থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।




39 arrested in DMP's anti-drug operation

Various crime and intelligence departments of the Dhaka Metropolitan Police (DMP) have arrested 39 people on charges of selling and consuming drugs in various areas of the capital.

This information was reported by the DMP's media wing on Saturday (September 17).

The DMP said that they were arrested in raids conducted in various police stations in the capital from 6 am on Friday (September 16) to 6 am on Saturday.

During this time, 394 pieces of Yaba, 50 grams of heroin, 17 kg 90 grams of marijuana, 50 bottles of Phensedyl, 64 liters of local liquor, two bottles of foreign liquor and 35 narcotic injections were recovered from them.

The DMP also said that 31 cases under the Narcotics Control Act have been registered against the arrested people at the relevant police stations.




The Superintendent of Police is working as a public servant in Lakshmipur.

Lakshmipur's new Superintendent of Police Md. Mahfuzzaman Ashraf has come into the spotlight for his exceptional skill in resolving the city's long-standing traffic jams and freeing sidewalks from encroachment.

Although many people have negative perceptions about the police, the Superintendent of Police is completely changing that perception. He has managed to earn the trust of the people within a month of joining.

In addition, the Superintendent of Police ordered drivers not to ride without helmets and not to carry more than three passengers, including motorcycles parked in random places while visiting shops, shopping malls, and restaurants in the market.

Earlier, the newly appointed Superintendent of Police inspected the Police Lines Mess and sat with all the police personnel to check the quality of food. He also visited RI (Police Lines) Md. Abdus Samad, who is admitted to the hospital, and wished him a speedy recovery and inquired about his treatment.

The common people of Lakshmipur district say that in a short time, Mahfuzzaman Ashraf has introduced himself as an honest and uncompromising police superintendent. To him, people of all classes and professions, including rich and poor, rickshaw pullers, are equal. The current police superintendent will be the last refuge of an oppressed person.

Lakshmipur's new Superintendent of Police Md. Mahfuzzaman Ashraf said, "Keeping in mind this slogan, 'Police are for the people and the people are for the police' and with the prayers and love of the common people, I will move forward to free Bangabandhu's dream of a golden Bangladesh from drugs, militancy and terrorism."

He further said, "I will say one thing to the people - consider the police as your friends, the police as the people's friends. The police are not only friends of the people, but also servants. The police have always been by the side of the people as friends of the people and will continue to be by their side in the future. Without the sincere cooperation of the people, it is not possible for the police to provide services to a large number of people."




Jatiya Party's opinion exchange meeting held in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের জগতপুর মাহমুমুদুর রহমানের বাসভবনে জাতীয় পার্টির ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাঃ হারেছ মিয়া,সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সোহাগ,রামগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল পাটোয়ারী, ১০নং ভাটরা ইউনিয়ন সভাপতি মোঃ মতিন শেখ,৯নং ভোলাকোট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, ২নং নোয়াগাঁও ইউনিয়নের সেক্রেটারী আবুল বাশার,মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ভাবলু মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি জেলা উপজেলা তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে খুব শীঘ্রই জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহবান জানান।




VP Helal files nomination for Zilla Parishad election

Lakshmipur Correspondent:

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়ে প্রার্থীতা পত্র দাখিল করেছেন রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ প্রার্থীতা পত্র দাখিল করেন তিনি৷ জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পত্র দাখিল শেষে আগামি ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ সেপ্টেম্বর আপীল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্তের কথা জানান সাবেক ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি, বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

দীর্ঘদিন রাজপথে আন্দোলনের সংগ্রামী ইতিহাস রয়েছে তার। সকল গণ আন্দোলনে তার ছিল বলিষ্ঠ নেতৃত্ব এবং সরব উপস্থিতি। এছাড়া এলাকার আঞ্চলিক সমস্যা নিয়েও তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এলাকার মানুষের সুখে দু:খে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন অনন্য ভূমিকা। কর্মীদের বিপদে-,আপদে এগিয়ে জায়গা করে নিয়েছে কর্মীদের হৃদয়ে স্থান, তিনি অসংখ্য সামাজিক সংগঠনের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা। ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী এই বিষয়ে জানতে রামগতি উপজেলা আওয়ামী যুবলীগের ১ম যুগ্ন আহবায়ক শাহ্ মোঃ রাকিব বলেন, আমরা রামগতি উপজেলা আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ। আমাদের মধ্য থেকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন। আমরা সকলে মিলে তার ভোট করবো।

এ প্রসঙ্গে ভিপি হেলাল বলেন, গণ মানুষের জনগুরুত্বপূর্ণ সমস্যা এবং উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তাই আগামী দিনে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য একটি প্লাটফর্ম দরকার। এজন্যই আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছি। সকলের সহযোগীতা নিয়ে বিজয়ী হতে পারব ইনশাল্লাহ।




Two arrested with stolen cows in Tajumuddin

Bhola Representative:

ভোলার তজুমদ্দিন থানা পুলিশ দুটি চোরাই গরু উদ্ধার করেছেন। এ সময় চুরির সন্দেহে দুই জনকে আটক করে।

তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারি দোকানের পূর্ব পাশে মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিনের বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় পাইয়া দুটি গরু উদ্ধার করেন।

এ সময় গরু চুরির অভিযোগে চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিন ও কান্দি গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিজলের ছেলে মোসলে উদ্দিনকে আটক করা হয়। আটককৃত মাইনুদ্দিন জানান,১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছ থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যার নং ০৮




Pintu's exchange of views with journalists working at Noakhali Press Club

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগ থেকে মনোনয়ন পাওয়া নোয়াখালী মাইজদী শহর আ.লীগের সভাপতি সংগ্রামী ত্যাগী নেতা আবদুল ওয়াদুদ পিন্টু।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ৭টায় সহিদ উদ্দিন ইস্কান্দার ( কচি) হল রুমে এ সভায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু, বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাবেক নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি জেলার বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার শিকদার,দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।

আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা জেলার বিশেষ প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পল্লী নিউজ জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান (তুহিন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Humanitarian appeal to Noakhali Police Superintendent 

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগের সেবারহাট বাজারের গুটি কয়েক চিহ্নিত ভূমিদস্যু চাঁ-দাবা-জ, স-ন্ত্রা-সী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এম এসসির মালিকীয় ব্যবসা প্রতিষ্ঠান আজ তালা বন্ধ অবস্থায় রয়েছে।
এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) তদন্ত করে চূড়ান্ত রিপেোর্ট প্রদান করেছেন । পিটিশন মামলাটি বিজ্ঞ  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ( ৪) নোয়াখালী তদন্তের জন্য পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)  নোয়াখালী কে নির্দেশ প্রদান করেন। পিবিআই তদন্ত করেন।  ৫/ ৬ জন ভূমিদস্যু চাঁদাবাজ স-ন্ত্রা-সী ব্যবসায়ী আবুল  খায়ের  এমএসসির কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেন । দাবীকৃত চাঁদা না দেয়া ভূমিদস্যু চাঁদাবাজ-সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসির মালিকীয় দোকানে তালা ঝুলাইয়া দেয় এবং ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে প্রানে হত্যা  করার হুমকি দেয়।
যার মৌজা নং ৪২০ হাল ৭৯ বিএস খতিয়ান নং ২৫০ হাল  ৬২০৩ দাগের অন্দরে মালিকীয়  জমা খারিজ ২৩৯৮/ ৩২৯৮ নং  খতিয়ানে  ০.৩১০ শতাংশ। দোকানে কিছু বহিরাগত স-ন্ত্রা-সীদের সহায়তায় তালা বন্ধ করে ও দোকানের নেমপ্লেট পরিবর্তন করে অবৈধভাবে দোকান ঘরটি জবর দখল করে নিয়েছে। উল্লেখ্য উক্ত দোকান ঘরটি ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি ওয়ারিশ সূত্রে ভ্রাতা, ভগ্নি,  মাতা, ভ্রাতৃবধূ হইতে খরিদ সূএে এবং  ভ্রাতা আবুল বাসার এর ওয়ারিশ হইতে ভাড়া নিয়া  ভোগ দখলকার হন। ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা স্হানীয় বখাটে সন্ত্রাসী ,  কিশোর গ্যাং ও ভূমিদস্যুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ব্যবসায়ী আবুল খায়ের এম এস সির মালিকীয় দোকানে শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করিতে প্রতিবন্ধকতা ও  চাঁদা দাবি করিয়া আসিতেছে।
ভূমি দস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে  হত্যা করার হুমকি দিচ্ছে।ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা হলো ঃ(১) সাইফুল ইসলাম  ( সৌরভ) ৩০ (২) শহিদুল ইসলাম সৈকত (৩৩) (৩) আবুল কালাম সহ  আদা ডজন স-ন্ত্রা-সী  ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে ৪ শতাংশ  জায়গা রেজিস্ট্রি করিয়া দিবার জন্য  হুমকি দিচ্ছে।  ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের  বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অবহিত করে ব্যর্থ  হন। এমতাবস্হায় ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি প্রাণনাশের শঙ্কায় দ্বারে দ্বারে  ঘুরছে। এ  ব্যাপারে  সেনবাগ থানায় ব্যবসায়ী আবুল খায়ের লিখিত অভিযোগ দায়ের করিলে ঘটনার সত্যতা পাইয়া নন.ই. আই  নং ২৪/ ১/ ২২  / ২৮/ ১/ ২০২১ বিবাদীদের বিরুদ্ধে প্রসিকিউশান দাখিল করে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি নোয়াখালী এসপি মো. শহীদুল ইসলামের কাছে অভিযোগ  দায়ের করেছেন। সেবার হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ   ভূমিদস্যু চাঁদাবাজ-স-ন্ত্রা-সীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।



Named State fell SSC examinee of death

Lakshmipur Correspondent:
An SSC examinee named Ridmi Akhtar died after suffering a stroke after falling while praying in Kamalnagar, Lakshmipur.
 
The incident took place on Thursday (September 15) evening at the house of Gafur Uddin Haji in the Matabbarhat area of Charfalkon upazila. Relatives said that he died due to depression after failing his exams. There is a lot of mourning among his family and relatives in his grief. Ridmi is the daughter of businessman Mozammel Haque from the same house and an SSC examinee of Towaha Smriti Girls High School in the upazila. Family and school teachers said that the SSC exams started at 11 am.
 
The exam hall for the Toaha Smriti Girls High School students was Hazirhat Millat Academy. Ridmi also sat for the exam in Bengali First along with other classmates. She did not finish her writing within the stipulated time. After that, Ridmi cried a lot when she went home. She did not even eat food as the exam was bad. Ridmi's uncle, businessman Amjad Hossain, said that Ridmi was disappointed with the exam. She cried a lot when she came home. She did not even eat lunch. She suddenly fell from her seat while praying Maghrib. Later, a local village doctor was brought in. The doctor arrived and confirmed Ridmi's death.
 
Zayed Billah, headmaster of Towaha Smriti Girls High School, said, "Ridmi was a good student. Her death is painful. I heard that she didn't even eat lunch due to exam frustration."