We will resolve the problem peacefully; Home Minister

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা কূটনৈতিকভাবে সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কূটনৈতিকভাবে দেখবো। আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবো। আজকের সিচ্যুয়েশন সেখানে গোলাবারুদ কমে গেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেছেন সাবেক এসপি বাবুল আক্তার।  এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গতকাল আমি বলেছি, বাবুল আক্তার একজন চতুর ব্যক্তি। আমি আর কিছু বলিনি। যে অভিযোগ উঠেছে, সেটা তদন্ত হবে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না।




Tsunami threat in 15 districts

The low pressure area in the Bay of Bengal has turned into a depression. At the same time, due to the influence of the full moon, there is a threat of a tidal surge of more than 1 to 2 feet in 15 coastal districts.

The Meteorological Office has forecast this for Sunday (September 11).

Meteorologist Khondaker Hafizur Rahman said that the distinct low pressure area located in the west-central Bay of Bengal and the adjacent northwest Bay of Bengal has moved west-northwestwards and condensed into a low pressure area. Due to this, the formation of deep circulating clouds continues in the north Bay of Bengal and adjacent areas. Gusty winds may blow in the seaports, north Bay of Bengal and coastal areas of Bangladesh.

The seaports of Chittagong, Cox's Bazar, Mongla and Payra have been asked to keep local warning signal number three (re) three. Due to the influence of the full moon and the high air pressure difference, the coastal districts of Satkhira, Khulna, Bagerhat, Jhalokati, Pirojpur, Barguna, Patuakhali, Bhola, Barisal, Laxmipur, Chandpur, Noakhali, Feni, Chittagong and Cox's Bazar and their offshore islands and chars may be inundated by wind-driven tidal surges of 1 to 2 feet higher than normal tide.

In this situation, fishing boats and trawlers in the North Bay of Bengal and deep sea have been asked to navigate carefully near the coast until further notice. They have also been asked not to venture into the deep sea.

Another forecast said that there may be rain/thunderstorm accompanied by temporary gusty/snowy winds speeding up to 45-60 kmph from the south/southeast over Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogra, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Madaripur, Kushtia, Jessore, Khulna, Barisal, Patuakhali, Comilla, Noakhali, Chittagong, Cox's Bazar and Sylhet regions. River ports in these areas have been asked to (re) raise warning signal number one. The axis of the monsoon extends from Rajasthan, Madhya Pradesh, the low pressure area and southern parts of Bangladesh to Assam. The monsoon is active over Bangladesh and is strong elsewhere in the north Bay of Bengal.

In this situation, light to moderate rain/thunderstorm accompanied by temporary gusty/stormy winds and lightning is likely to occur in most places of Khulna, Barisal, Chittagong and Sylhet divisions and many places of Rangpur, Rajshahi, Dhaka and Mymensingh divisions till Monday (September 12) morning.

Along with this, there may be heavy to very heavy rainfall at some places in the southern part of the country. The day temperature across the country may decrease by 1-2 degrees C and the night temperature will remain almost unchanged.




Today's youth will be the architects of building a better Bangladesh: Prime Minister

তরুণ সমাজকে উন্নত দেশ গড়ার কারিগর অ্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত বাংলাদেশ গড়া। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ব। আমাদের তরুণ সমাজই হবে সেই ’৪১ এর কারিগর।

আজ রোববার (১১ সেপ্টম্বর) ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ১১ জনের প্রত্যেককে ১ লাখ টাকা এবং সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেছেন, আমাদের যুব সমাজ আমাদের বড় একটা শক্তি। পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আমরা সেটা হতে চাই না। কাজেই আমাদের এ যুব সমাজই পারবে বাংলাদেশটাকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত বাংলাদেশ গড়া। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ব। সেই লক্ষ্য নিয়েই আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ করার কথা বলেছি। আজ আমরা উন্নয়শীল দেশের মর্যদা পেয়েছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের গ্রাজুয়েশন হয়েছে। এটা যেন আর পিছিয়ে না যায়।

প্রধানমন্ত্রী আরো বলেন, এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমাদের তরুণ সমাজই হবে সেই ৪১ এর কারিগর। তারা দেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। প্রত্যেক মানুষ যেন সুন্দর জীবন পায় আমরা সে পথে এগিয়ে যাব।




Elderly man dies in attack at arbitration meeting in Banyachong

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়কান্দি গ্রামে এক সালিশ বৈঠকে নেওয়াজ আলী(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তবে এই মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

কেউ বলছে স্ট্রোক করে মারা গেছেন, আবার কেউ বলছেন হাতাহাতি করার সময় আঘাতজনিত কারণে মারা গেছেন। বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মন্নর আলীর পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় বড়কান্দি বাজারে শহিদ মিয়ার চায়ের দোকানে বিভিন্ন বিষয় নিয়ে ইউসুফ আলী ও জহুর আলীর মধ্যে বিরোধ নিয়ে সালিশ হয়।এ সময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে।এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এতে নেওয়াজ আলী অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে কেউ কেউ বলছেন নেওয়াজ আলী হাতাহাতির কারণে আঘাত পেয়ে মারা গেছেন,আবার কেউ বলছেন স্ট্রোক করে মারা গেছে। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।তবে ৩য় পক্ষের লোকজন বিষয়টি নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন। এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক জানান, জরুরি খাতায় বড ডেট অর্থাৎ রোগী আসার আগেই রাস্তায় মারা গেছে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান,এক সালিশে উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষে হাতাহাতি হয়।এরপর নেওয়াজ আলীকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।




Summer sports competition concludes at Charbhadrasan

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল তিনটার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুর্তজা আহসানের সঞ্চালনায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে দলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে পূর্বে অনুষ্ঠিত দাবা,সাঁতার,হ্যান্ডবল মেয়ে ফুটবল প্রতিযোগতায়



Sabbir wants to return to his family

Sajjad Hossain Saju, Faridpur Correspondent:

A child, approximately 12 years old, has been found in Sadarpur Upazila of Faridpur. The child is unable to say anything except his own name and that of his father.

The child's name is Sabbir and his father's name is Shahjahan. Sadarpur Police Station Officer-in-Charge (OC) Subrata Goldar confirmed this information at around 2 pm on Saturday (September 10). Earlier, the local people left the child at the police station around 10 pm on Friday.

Police said that around 10 pm on Friday, some people in the area saw the child wandering around in a depressed state. Later, when they asked for his name and address, he could not say anything except his own name and father's name. Later, the locals left him at the police station.

Confirming the truth of the incident, Sadarpur Police Station Officer-in-Charge (OC) Subrata Goldar said, "The child has lost his way and address. Now he is unable to say where his home is. He remains silent when asked. We have taken him into custody. We will explain to him if we find his guardian."




Terrorism, corruption will not be tolerated; Anwar Khan MP

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, কোনো অবস্থায় সন্ত্রাস, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। কোনো রকম চাঁদাবাজি চলবে না। সব অনিয়মের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা দরকার সবই করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে ও সকল ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এমপি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনোয়ার খান বলেন, রামগঞ্জে সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করে।

একে অপরের ধর্মীয় রীতি-নীতিতে সর্বদা সব সময় পাশে থেকে সহযোগিতা করে। সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজায় সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা কালীন সনাতন ধর্মলম্বীদের উপর কেউ অরাজকতা সৃষ্টি করতে পারেনি আগামীতেও কেউ অন্যায় করতে পারবে না। তিনি এসময় আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব। আওয়ামীলীগ সরকার দেশের সর্বত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে জনগনের জন্য একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। একই সাথে সারাদেশের মত রামগঞ্জ উপজেলায়ও উন্নয়নে নানামুখী প্রকল্প গ্রহণ করে তা একের পর এক বাস্তবায়ন হতে চলেছে। তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করতে হলে সেবা জনগণের দেঁৗড়গোড়ায় পেঁৗছে দিয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরো জোরদার করতে হবে। আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।

শুরতেই নবাগত পুলিশ সুপারকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করে অভিনন্দন জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু প্রমুখ।

উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ, সাধারন সম্পাদক আফরোজা আক্তার। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিআরডিবিএ চেয়ারম্যান ভূইঁয়া সুমন উপস্থিত ছিলেন।




The body of the businessman was recovered in Ramganj

Abu Taher, Ramganj Correspondent:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবদুল মতিন মুন্সী (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

৯অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বকসী বাজার মৃতের ব্যবসা প্রতিষ্ঠানে। আবদুল মতিন মুন্সী চন্ডিপুর হেদুে কোম্পানী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

সংবাদ পেয়ে রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মতিন মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে,।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুল মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেলা ৪টার সময় সে বাসায় না ফেরার কারনে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুজতে থাকে। এক পর্যায়ে মৃতের ছেলে তাদের নিজ চা দোকানে গিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।

নিহত আঃ মতিনের ভাই আবদুর রশিদ জানান, আমার ভাই মতিন মুন্সীর ১ম স্ত্রী মারা যাওয়ার পর আবার ২য় স্ত্রী খুকি বেগম নামের একজনকে বিয়ে করে। ২য় বিয়ের পর থেকে পারিবারিক অশান্তি চলে আসছিলো। তবে কি কারনে ফাঁস দিয়েছিলো সেটা আমি জানি না।

রামগঞ্জ থানা ওসি (ভারপ্রাপ্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, মৃর্তের লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।




Two passengers killed, 3 injured after truck hits them in Kamalnagar

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর কমলনগরে হাফিজিয়া এলাকায় আজ সন্ধ্যা ৯টায় কভারভ্যানের চাপায় অটোরিকশার ড্রাইভারসহ ২জন ঘটনারস্থলে মারা যায়।

নিহতরা চর জাঙ্গালীয়া গ্রামের সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু, হাফিজের ছেলে জাকির হোসেন (বটু)।

আহত একই গ্রামের তছলিমের ছেলে সুমন-২৫, নাতনি মিম-৩ ছেলে । আহত সবাই কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
আহত স্বপ্না আক্তারের অবস্থা আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।

নিহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন কমলনগর থানা পুলিশ।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, ২জন স্পটডেট, স্বপ্না আক্তারের আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।




Video of Meghna water rising into the sky in Lakshmipur goes viral

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর পানি আকাশে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সজিব জমিদার নামে এক ছাত্রলীগ নেতা ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আকাশের দিকে পানি উঠার কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, ৩৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন এলাকার মজিদ হোসেন উমর নামে এক যুবক। তিনি প্রথমে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। বিকেল সাড়ে ৪টার দিকে মজিদের কাছ থেকে ভিডিওটি নিয়ে উপজেলার চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব জমিদার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

পোস্টটিতে মাকসুদুর রহমান আপন নামে এক ব্যক্তি মন্তব্য করছেন, তিনিও দৃশ্যটি দেখেছেন। বিকেল ৩টা ২০মিনিটের দিকে ওই দৃশ্যটি দেখা যায়। মজিদের পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইয়া আল্লাহ, প্রকৃতির কি ভয়ংকর রূপ। সরাসরি আজ নিজ চোখে দেখলাম। স্থান- টাংকি ঘাট, রামগতি।’

ভিডিও ধারণকারী মজিদ হোসেন উমর লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। রামগতির টাংকি ঘাটে এক আত্মীয়ের মৎস্য আড়তে তিনি চাকরি করেন। মজিদ হোসেন উমর বলেন, আমি টাংকি মাছঘাটে একটি আড়তে চাকরি করি। দুপুরের খাওয়া শেষে নদীর পাড়ে বসে ছিলাম। হঠাৎ করে ঘাটের অদূরে নদীর পানি আকাশের দিকে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক ভিডিওটি ধারণ করে ফেসবুকে পোস্ট করি।

টাংকি ঘাটের মাছ ব্যবসায়ী আব্দুর রব বলেন, আমি বিকেলে ঘাটেই ছিলাম। আকাশের দিকে পানি উঠার কোনো দৃশ্যই আমাদের কারো চোখে পড়েনি। কে বা কারা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। কিন্তু এমন কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বলেন, বিকেলে টাংকি ঘাটে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ ধরনের দৃশ্য তিনি দেখেননি। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। তারাও সত্যতা দিতে পারেননি। ফেসবুকেই ভিডিও দেখা যাচ্ছে। বাস্তবে এর সত্যতা পাওয়া যায়নি।

ভিডিও লিংকঃ https://fb.watch/fsdkd4n5pW/