Unidentified body found floating in Meghna in Tajumuddin

Bhola Representative:

 ভোলার তজুমদ্দিনের কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করেছে।

কোস্টগার্ড ও পুলিশ সূত্র জানায় সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে এগারো টার সময় মেঘনা নদীর বাসনভাঙ্গা ও চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী এলাকায় কোস্টগার্ড সদস্যরা টহলরত অবস্থায় একটি ভাসমান লাশ দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ মাকসুদুর রহমান মুরাদ পল্লী নিউজকে জানান উদ্ধারকৃত লাশের মাথায় (টাক) চুল নেই, পরনে মেরুন কালার পাঞ্জাবি সাদা পায়জামা এবং একটি হাতঘড়ি ছিল।

বয়স অনুমান ৪০ থেকে ৪৫ হবে। লাশ ফুলে গেছে।পোস্টমর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

 




Case filed against 400 leaders and activists, including former BNP MP Moni, in Barguna-2 constituency

বরগুনা প্রতিনিধি:
বরগুনা-২ আসনে বিএনপি’র সাবেক এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনিসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। ইতোমধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলের কর্মী হাসিব ও শাওন।
বরগুনার পুলিশ সুপার মো. আবদুল ছালাম সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি রোববার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে পাথরঘাটায় পৌঁছলে নাচনাপাড়া ইউনিয়নের সিএন্ডবি এলাকায় নুরুল ইসলাম মনির সাথে থাকা লোকজনকে সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরার নির্দেশে প্রতিরোধ করলে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর সাথে থাকা লোকজনও এ সময় পাল্টা হামলা চালায়। হামলায় নুরুল ইসলাম মনিসহ শতাধিক নেতাকর্মী আহত হন।
এ সময় অগ্নিসংযোগসহ অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় এসেছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-২ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করার কথা ছিল। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, আমরা কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়েছিলাম। পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছিলাম। অনুমতি পাওয়ার আগেই গতকাল নুরুল ইসলাম মনির ওপরে হামলা হয়েছে। নুরুল ইসলাম মনি গতকালই বরিশালে চিকিৎসা শেষে ঢাকায় চলে গিয়েছেন।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।



In Ramganj, students and parents are in trouble after accusing the teacher of eve-teasing

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করে বিপাকে পড়েছেন চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

৫সেপ্টেম্বর (সোমবার) সকালে এর প্রতিকার ছেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী সামীরা ইসরাতের পিতা মোঃ সেলিম পাটোয়ারী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনে ৬জন ছাত্রী গত ৩১ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আরেকটি অভিযোগ দায়ের করে শিক্ষক শিক্ষাথী ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মেধ্য নানান আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,ইউএনওর নিকট অভিযোগ দায়ের পর থেকে শিক্ষক আবদুল কুদ্দুস তার লোকজনকে দিয়ে ছাত্রীদের অভিভাবকদের হুমকি, বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রীদেরকে স্কুল থেকে বাহির করে দেওয়ার হুমকী দিয়ে মেয়েদেরকে নানা অশ্লীল কথা বলা, স্কুলের ছাত্রছাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগের বিরুদ্ধে মানববন্দন করা, সাদা কাগজে স্বাক্ষর নেওয়া। মুখে আরো বেশী অশ্লীল কথা বলে আসছে।

এ মর্মে আজ সোমবার( ৫ সেপ্টেম্বর ২০২২ইং) বিকেলে চন্ডিপুর পাটোয়ারী বাড়ির এক অভিভাবক মোঃ সেলিম পাটোয়ারী পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় একটি অভিযোগ দায়ের করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান,আবেদনের প্রেক্ষিতে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ইভটিজিং সহ চলমান পরিস্থিতি বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

। উল্লেখ্যঃ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষে ছাত্রীদের বিভিন্ন অজুহাতে টেনেহিঁচড়ে ছাত্রীদের মূখের নেকাব খুলে ফেলা, গাল, নাক টেনে ধরা হাত টিপা সহ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে আসছে এছাড়াও বিভিন্ন কটুক্তিমূলক ও ইভটিজিং মূলক কথা বলেন। ফলে শিক্ষার্থীরা লজ্জায় মানসিক ভাবে ভেঙে পড়েছে।তাই গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দশম শ্রেণির ৬জন ছাত্রী উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মৌলিক ও লিখিত অভিযোগ দায়ের করেন।




Photo-taking process for new voters begins in Kamalnagar

কমলনগর প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে ১শ ৪০ উপজেলায় নতুন ভোটারদের ছবিতোলা কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ১নং চর কালকিনি থেকে কার্যক্রম শরু করেন উপজেলা নির্বাচন অফিস।

৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টা থেকে চর কালকিনি মিঞা পাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ-২২ এর কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জায়েদুল হোসেন চৌধুরী। এসময় তিনি ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠ সুন্দর নির্ভুল ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সকল ভোটার তালিকা আওতা ভুক্তদের সাথে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

তিনি বলেন, ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আপনাদের সুনির্দিষ্ট তথ্য প্রমানাদী দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবে সহ সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাধারন সম্পাদক এ আই তারেক, সাংবাদিক আবদুল্ল্যাহ আল মামুন সহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।




Call to not hold political programs during SSC

এসএসসি পরীক্ষা চলাকলীন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরীক্ষা চলাকালে রাজনৈতিক কর্মসূচি দিলে শিক্ষার্থীর জন্য ক্ষতিকর হতে পারে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এসএসসি-সমমান পরীক্ষা-২০২২ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরো বলেন, আমরা রাজনীতি করি আমাদের সন্তানদের জন্য। যে কাজ তাদের কল্যাণ হবে না সেটি আমরা করতে পারি না। এসএসসি পরীক্ষার সময়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে সেটি পরীক্ষার্থীদের জন্য ব্যাঘাত ঘটবে। সেটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বিরত থাকতে হবে। আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।

তাদের মঙ্গলের জন্য সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সকল দলকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। এসময় শিক্ষার্থীদের চাইতে রাজনীতি বড় নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েকবছর ধরে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস পুরোপরি বন্ধ হয়েছে। কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা চালালে তাকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। কারও বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।




'The Prime Minister has always given during his India visit, he has never brought anything; Fakhrul

ভারত সফরে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দিয়ে এসেছেন, কিছুই আনতে পারেননি বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সাইফুর রহমান স্মৃতি পাঠাগার এই স্মরণসভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) ভারত সফর নিয়ে কিছু বলতে চাই না। কারণ আমাদের অভিজ্ঞতা এত তিক্ত, হতাশ হওয়ার মতো। প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে; প্রধানমন্ত্রী ভারতকে দিয়ে এসেছেন কিন্তু নিয়ে আসেননি।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা প্রত্যেকবার আশা করেছি যে এবার হয়তো প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। দেখেছি তিনি প্রতিবার দিয়ে আসেন কিছু আনেন না। সুতরাং আগে আসুক ঘুরে কি আনেন দেখি তারপর মন্তব্য করব।’




Sheikh Hasina gets red carpet welcome in New Delhi

Bangladesh Prime Minister Sheikh Hasina arrived in New Delhi on a four-day state visit at the invitation of Indian Prime Minister Narendra Modi. The Prime Minister was given a red carpet welcome at the airport.

The Biman Bangladesh Airlines VVIP flight carrying the Prime Minister landed at Palam Airport in New Delhi at 11:40 am local time today, Monday (September 5).

On the second day of the Prime Minister's visit to India, he is scheduled to hold bilateral talks and a private meeting with Indian Prime Minister Narendra Modi at Hyderabad House on September 6. He will be formally received by Indian Prime Minister Narendra Modi and given a ceremonial guard of honour.

After the bilateral talks, several MoUs are likely to be signed between the two neighbouring countries and a press statement will be issued later. Sheikh Hasina will later attend a lunch hosted in her honour by the Indian Prime Minister.




Expatriate hotline launched

প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য হটলাইন চালু করা হয়েছে।

‘১৬১৩৫’ টোল ফ্রি নম্বর দিয়ে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ নামে এই হটলাইনটি চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড।

সোমবার (৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

এ‌তে বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও ঋণ সহযোগিতার জন্য বিভিন্ন তথ্য, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ১৬১৩৫ টোল ফ্রি নম্বর দিয়ে প্রবাস বন্ধু কল সেন্টার নামে হটলাইন চালু করেছে।

সংশ্লিষ্টরা বিনা খরচে কল করে যেকোনো সময় এই কল সেন্টার থেকে তথ্য সেবা পাবেন। এছাড়া বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল এই সেবা পাবে।




Gazi Mazharul Anwar's works will be preserved: Information Minister

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এফডিসিতে প্রয়াত এই গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।’

সোমবার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। তারপর বেলা ১২টার দিকে তাকে এফডিসিতে নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা হয়।

এদিকে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। তারপর বনানী কবরস্থানে হবে গাজী মাজহারুল আনোয়ারের শেষ ঠিকানা।




SSC exam: Coaching centers will be closed for 21 days

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।