BNP MPs announce resignation

বিএনপি দলীয় সাত সংসদ সদস্য (এমপি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে এই কথা জানানো হয়।

বিএনপির সংসদ সদস্যরা হলেন— বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।

গণসমাবেশে বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা পদত্যাগ করে এখানে এসেছি। রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা না থাকা সমান কথা। আমরা ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছি।




Around December 10, the police are in a strict position in Dhaka

রাজধানীতে বিএনপির সমাবেশের আর মাত্র একদিন বাকি। ১০ ডিসেম্বরের এই সমাবেশ ঘিরে রাজধানীতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। রাজধানীর পরিবেশ নির্বিঘ্ন রাখতে নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে।

গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ চোখে পড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। এসব মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের দেখা গেছে।

গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীজুড়ে বিপুল সংখ্যক সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

অপতৎপরতা এড়াতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরাসহ নজরদারিতে রয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সাইবার ক্রাইম টিমের মনিটরিংয়ের আওতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।




Kamalnagar Chhatra League President Rubel, Secretary Harun

কমলনগর(ল²ীপুর)প্রতিনিধিঃ ল²ীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের ১ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দিয়েছে ল²ীপুর জেলা ছাত্রলীগ।

গত সোমবার ৫ ডিসেম্বর নুর উদ্দিন চৌধুরী রুবেল’কে সভাপতি ও হারুনুর রশিদ’কে সাধারণ সম্পাদক করে ল²ীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভ’ইয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে।

এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৭ অক্টোবর সাবেক কমিটি স্থগিত করে এবং ১৪ নভেম্বর কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা ছাত্রলীগ।

নতুন কমিটির সহ-সভাপতি তানজুর রহমান রুবেল, প্রিন্স মাহমুদ আরাফাত, মাহবুর আলম শিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল শামস, আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অনিক, সাহেদুজ্জামান নাঈমসহ ৯ সদস্যর এই নতুন নেত্রীত্বে কমলনগর উপজলো ছাত্রলীগ সু-সংগঠিত হবে বলে তৃনমুল ছাত্রলীগের দাবি।




High Court orders legal action against 'fake doctors'

চিকিৎসক হিসেবে প্র্যাকটিসের জন্য বৈধ সনদ ও নিবন্ধন নেই এমন ‘ভুয়া’ চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি). সভাপতি ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে ৩ মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশনা মেনে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, রোগীদের সঙ্গে প্রতারণা করে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা ‌‌”ভুয়া” চিকিৎসকদের শাস্তির জন্য বিদ্যমান ৩ বছরের কারাদণ্ডের মেয়াদ সংশোধনে তারা নিষ্ক্রিয় কেন, তা আগামী ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে রুল জারি করা হয়েছে।

রুলে, কর্মকর্তাদের শাস্তি বাড়ানোর জন্য মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর ২৮ (৩) এবং ২৯ (২) ধারা সংশোধনের পদক্ষেপ নিতে কেন বলা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিনের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তিনি গত ২৯ নভেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসাবে আবেদনটি জমা দেন। যেখানে ‘ভুয়া’ চিকিৎসকদের শাস্তির পরিমাণ বাড়ানোর জন্য সরকারকে প্রাসঙ্গিক আইন সংশোধনের নির্দেশনা চাওয়া হয়। আবেদনে তিনি বলেন, ‘প্র্যাকটিস করার বৈধ সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন না থাকা ভুয়া চিকিৎসকের মাধ্যমে অনেক রোগী প্রতারিত হচ্ছেন।’

এ ধরনের ‘ভুয়া’ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের বেআইনি কাজের শাস্তি মাত্র ৩ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা যা খুবই অপ্রতুল।’

পিটিশনকারী জে আর খান রবিন নিজেই আবেদনটি উপস্থাপন করেন এবং আজ আবেদনের শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।।




There is a risk that the low pressure formed in the Bay of Bengal may turn into a cyclone.

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে ভারতে।

এর প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বাংলাদেশে। বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। আর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর শীত বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লঘুচাপটি আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলে আঘাত হানার শঙ্কা আছে।

বজলুর রশীদ বলেন, ‘লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশে আঘাত হানার তেমন শঙ্কা নেই।’ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‌‘মানদাউস’। এই নামটি আরব আমিরাতের দেওয়া।




Police surround residential hotel in Banani on suspicion of militants

জঙ্গি সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বনানী থানার ওসি নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, সেখানে জঙ্গি সদস্য রয়েছে।

তিনি আরও বলেন, বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে এখানে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই অভিযানে নেমেছি।




Application for admission to the XI starts on December 8, fee is 150 taka

Admission applications for class XI in various colleges will start from December 8. It will continue till December 15. This time too, students will be admitted to class XI on the basis of SSC or equivalent exam results. There will be no exam for admission. Applications for admission will be accepted online. The online application fee has been fixed at 150 taka.

The date for accepting applications for admission to class 11 and other matters were decided in a meeting held at the Ministry of Education on Thursday. Education Minister Dipu Moni joined the meeting virtually. The rest joined the meeting in person.

Dhaka Secondary and Higher Secondary Education Board Chairman Professor Tapan Kumar Sarkar, who attended the meeting, informed Dainik Shiksha.com about the decision on Thursday evening. He also said that applications can be made online with a minimum of five and a maximum of 10 educational institutions in order of preference. The application fee has been set at Tk 150.

He also said, "The college admission fee will remain the same. We hope to receive the ministry's instructions on Friday or Monday. The admission notification will be issued next week."

It is worth noting that the results of the SSC and equivalent examinations were published on November 28. This time, 19 lakh 94 thousand 137 students took the SSC and equivalent examinations and 17 lakh 43 thousand 619 passed. These students are waiting for admission to higher secondary.




Superintendent of Police's floral greetings to motorcyclists in Kamalnagar

ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পড়ুন নিজের মূল্যবান জীবনকে রক্ষা করুন স্লোগানে ‘ট্রাফিক সচেতনতামুলক অনুষ্ঠান উৎযাপনে লক্ষ্মীপুরের কমলনগরে প্রধান সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা ও চকলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

বৃহস্প্রতিবার(০১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে হেলমেট পরিহিত আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও চকলেট বিতরণ করা এবং হেলমেটহীন আরোহীদের সচেতনত করতে বিভিন্ন দিক-নির্দেশনামুলক তিনি এ পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, রামগতি সার্কেল মো.সাইফুল ইসলাম, জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোলাইমান, টিআই সাজ্জাদ কবির, টিআই মো.মমিন, সঞ্জয়, সুব্রত সিংহসহ প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাজির হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম, বনিক সমিতির সভাপতি হাজি আয়ুব আলী, সম্পাদক ও সাংবাদিক ইসমাইল হোসেন বিপ্লব, পল্লী নিউজের সম্পাদক ও প্রকাশক ওয়াজি উল্লাহ জুয়েল, বাজার ব্যবসায় মো.ওমর ফারুক, দৈনিক আনন্দবাজার প্রতিনিধি আমজাদ হোসেন আমু, সাংবাদিক আরিফ হোসেন তারেক, আমার সংবাদ প্রতিনিধি মো.ফয়েজ, মো.আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, মোটরসাইকেল চালাতে হেলমেট পরতে হবে। হেলমেট আপনার জীবনকে কিছুটা হলেও বিপদ থেকে রক্ষা করবে। প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা হচ্ছে। আপনি একটু সচেতন হলেই হবে। আপনার সচেতনতা, আপনাকে রক্ষা করবে।

এমন উদ্যোগে মোটরসাইকেল চালকরা পুলিশ সুপার ও ট্রাফিক বিভাগকে ধন্যবাদ এবং সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন।




45th BCS notification today, 2300 posts

The wait for BCS candidates is coming to an end. The notification for the 45th BCS will be published today. This time, the Public Service Commission (PSC) will recruit 2300 posts. This is the largest number of cadres to be recruited in the last five years.

The Ministry of Public Administration will also finalize the decision today on exactly how many manpower can be appointed in non-cadre positions. The matter was confirmed by the ministry's recruitment branch.

Regarding the notification of the 45th BCS, several BPSC officials told the media that a special meeting will be held at the PSC on Wednesday afternoon. The number of cadre and non-cadre posts for the 45th BCS will be determined in this meeting.

Ministry sources said that a total of 2,309 manpower will be recruited in 23 cadres in this BCS. The highest number of recruitments will be in the health cadre. 539 doctors will be recruited in this.
Of these, 450 people will be appointed as assistant surgeons and 89 as dental surgeons. 274 will be appointed in the administration, 80 in the police, 437 in the education cadre, 30 in the tax cadre, 54 in customs, 25 in Ansar and 870 people will be appointed in other cadres including foreign affairs, forest, railways, agriculture, fisheries.




25 ASPs transferred at once

Twenty-five Assistant Superintendent of Police (ASP) rank officers of Bangladesh Police have been transferred simultaneously.

They were transferred in a notification signed by Inspector General of Police (IG) Chowdhury Abdullah Al-Mamun on Tuesday (November 29).

It said that these police officers have been transferred/promoted in the public interest. Along with this, instructions have been given to hand over the responsibilities of the officers to their current workplaces by December 7.
Otherwise, the notification also mentions that they will be considered unwanted releases from December 8.