Three killed, nine injured in Narsingdi clash

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুই যাত্রিবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে । এসময় আহত হয়েছে আরও ৯ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর  পৌনে চারটার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মোঃ রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া(৩৫) ।

হাইওয়ে পুলিশ জানায় , ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো । এমন সময় ,কিশোরগঞ্জের ভৈরব মুখী একটি যাত্রিবাহী বাস বিআরটিসিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয় । ঠিক একই সময় ব্রাহ্মনবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলা গামী একটি মাছভর্তি একটি পিকআপ বাস দুটোকে ধাক্কা দেয়। একইসাথে দুই বাস এবং ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন ও  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে আরো  ১ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৯ জন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান , নিহতদের মরদেহ এখনও ভৈরব হাইওয়ে থানায় আছে । ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।গাড়ী তিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।




Government offices to operate on new schedule from today

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরুর প্রথম দিন চাকরিজীবীদের বেশিরভাগকেই সময়মতো অফিসে আসতে দেখা গেছে। সবার মধ্যে প্রাণোচ্ছ্বল ভাব লক্ষ্য করা গেয়ে। প্রথম দিনেই সংশ্লিষ্ট দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তাদের সময়মতোই আসতে দেখা গেছে। প্রতিটি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেও এমন চিত্র দেখা গেছে।

গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান। তিনি জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।

নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯ টা থেকে ৪টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’




8-foot crocodile found in fish enclosure in Gosairhat

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে বিশাল আকৃতির এক কুমির উদ্ধার করেন স্থানীয়রা।

গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় গোসাইরহাটের আলওয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্ৰামের খলিল কাজীর মাছের ঘের থেকে ৮ ফুট লম্বা কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা।

আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী‌ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মাছের ঘেরে মাটিতে বড় একটি গর্ত দেখেন কর্মরত শ্রমিকরা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে গর্তের মুখে মোটা রশি দিয়ে ফাঁদ তৈরি করেন তারা। পরে রাত ৮টার দিকে ফাঁদে বিশাল আকৃতির কুমিরটি আটকে থাকতে দেখে ইউনিয়ন পরিষদে খবর দেয় শ্রমিক ও স্থানীয়রা।

ওসমান আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে কুমির আটকের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে ইউনিয়ন পরিষদ। উপজেলা প্রশাসন বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। রাতে কুমিরটি ওই স্থানেই আটকে রাখে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, মাছের ঘের থেকে বিশাল আকৃতির কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কুমিরটি কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা চলছে এলাকাজুড়ে। সকালে কুমির আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ ঘেরে এসে ভিড় করছে কুমিরটি দেখার জন্য।




Police Superintendent's awareness-raising discussion meeting in Rajibpur 

সাব্বির মামুন (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে বাল্য বিয়ে,নিরাপদ ইন্টারনেট ব্যবহার,অপহরণ,ইভটিজিং,নারী নির্যাতন ও মাদক  সেবন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ,রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল বাংলাদেশ প্রেস ক্লাব রাজিবপুর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সোনা সহ প্রমুখ।
এসময় স্কুলটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন,দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমাদের নেতৃত্ব দিতে হবে।তোমাদের ভালোভাবে পড়াশোনা করে রাজিবপুরকে পরিবর্তনের মাধ্যমে আগামীতে এক সোনালী রাজিবপুর হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে রাজিবপুর তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সম্প্রতি এক প্রতিযোগিতায় বিজয়ী হওয়া রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
পরে বীরপ্রতীক তারামন বিবির পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ, তার বাসায় তাল গাছ রোপণ ও বালিয়ামারী বাংলাদেশ-ভারত বর্ডার হাট পরিদর্শন করেন।



Digital Bangladesh under the leadership of Sheikh Hasina is now Smart Bangladesh - MP Shaon

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:

ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশ শুধু ডিজিটাল খাতেই নয় সবখাতেই উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় কর্ম দক্ষতায় বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে অবস্থান করছে।

সোমবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে তজুমদ্দিন উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকারের সঞ্চালনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন এমপি শাওন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।




Lakshmipur child lost his life in the game of rope!

লক্ষ্মীপুরের রায়পুরে ফাঁস লেগে মারা যাওয়া সাইফুল ইসলাম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, রশি নিয়ে খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় ময়নাতদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আজ সোমবার বিকেলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানীবাড়ির দুলাল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, খবর পেয়ে রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করেন। দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার সূত্র জানিয়েছে, সাইফুল এ ঘটনা ঘটানোর কোনো কারণ নেই। ধারণা করা হচ্ছে, রশি নিয়ে খেলতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে মারা যায়।

ওসি শিপন বড়ুয়া জানান, ‘ঘটনাটি রহস্যজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ’




England wins T20 World Cup

২০১৬ সালের ইডেন গার্ডেনের সেই কান্না এখনও ভুলেন নি এই ইংলিশ অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে বল হাতে নিজ দেশের হয়ে লড়াই করতে ব্যর্থ হয়েছিলেন বেন স্টোকস।

ইডেনের সেই কান্না মেলবোর্নে মুছে দিলেন এই ইংলিশ ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে স্টোকসের ব্যাটে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। এ জয়ে দীর্ঘ ১২ বছর পর পল কলিংউডের উত্তরসূরি হিসেবে ইংলিশদের হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল জস বাটলারের নেতৃত্বাধীন ‘থ্রি লায়ন্স’।




Poa fish supply increases in Noakhali, prices drop

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

শাকসবজিসহ চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন ঊর্ধ্বগতি ঠিক সে সময়ে মাছের বাজারে কিছুটা হলেও স্বস্তির বাতাস এনে দিয়েছে পোয়া মাছ। নোয়াখালীর বাজারগুলোতে গত কয়েক দিন যাবত পোয়া মাছের সরবরাহ বেড়েছে কয়েকগুণ। ফলে দামও এখন ক্রেতাদের হাতের নাগালে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের আড়তদাররা বলছেন, প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার মণ পোয়া মাছ বিক্রি হয় এখানে। বড় সাইজের পোয়া মাছ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতো।

মৎস্যখাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত কয়েক বছর থেকেই সরকারের নানামুখী উদ্যোগের কারণে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপকূলীয় হাটবাজারে এখন সারা বছরই নদী ও সাগরের মাছ পাওয়া যাচ্ছে।

আবদুর রহমান রনি নামের এক আড়তদার বলেন, গত এক সপ্তাহ ধরে পোয়া মাছের সরবরাহ ক্রমশ বাড়ছে। মাছের আড়তগুলোতে সামুদ্রিক মাছের সরবরাহ বেশি। এ কারণে প্রতিদিন দামও কমছে।

ফারুক উদ্দিন নামে এক ব্যবসায়ী পল্লী নিউজ কে জানান চেয়ারম্যান ঘাটে প্রচুর পোয়া মাছ পাওয়া যাচ্ছে। দাম কম হওয়ায় গরিব মানুষরাও পোয়া মাছ ক্রয় করতে পারছে। আল্লাহর কাছে শুকরিয়া যে নদীতে মাছ আহরণ করে জেলেরা জীবিকা নির্বাহ করতে পারছে।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, প্রচুর পোয়া মাছ ধরা পড়ছে। ট্রলারে ৪ হাজার কেজি থেকে ১০ হাজার কেজি পর্যন্ত পোয়া মাছ পাওয়া যায়। সারাদিন পোয়া মাছ নিয়ে পাইকার ও আড়তদাররা ব্যস্ত থাকে।

কোম্পানিগন্জ ক্লোজার ঘাটের আড়তদার মোঃ জালাল উদ্দীন বলেন এ সময় পোড়া মাছ জেলেদের জীবনসংগ্রামে কিছুটা সাপোর্ট হচ্ছে তা নাহলে পুরো বেকার হয়ে পড়তো জেলেরা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করেছে। পাশাপাশি মাছের জন্য অভয়াশ্রম তৈরি করা এবং সাগরে নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করা হচ্ছে। ফলে এখন মাছ যেমন বড় হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি মাছের বংশবৃদ্ধি এবং উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।




Kabirhat Police Station OC Rafiqul Islam recovers lost mobile phone

 Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালী পুলিশ সুপার ( এসপি) মোঃশহীদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় কবিরহাট থানার হারানো জিডি মূলে ১২ নভেম্বর ৮ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম ও এএসআই নাসরিন আক্তার ।




Complaint filed against ASI Sankalon Barua of Begumganj Model Police Station to the Superintendent of Police for accepting bribe

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৭ নং একলাশ পুর ইউনিয়নের ০১ওয়ার্ড উমেদ আলী ব্যাপারী বাড়ির স্হায়ী বাসিন্দা আবদুল মান্নান পিতা মৃত দাইয়া মিয়া, পৈত্রিক ভিটিতে পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ করতে গেলে ভূমিদস্যুরা ৩ লাখ টাকা চাঁদার দাবীতে ঘর নির্মাণ করতে দিচ্ছেনা।

তারা  হলো নুরুল আমিন পিতা মৃত মন্তাজ মিয়া, বাদশা মিয়া পিতা মৃত নুরুল আমিন, মোঃ হাসান ও কাশেম এ ঘটনায় চাঁদাবাজ তারা বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে, তদন্তকারী কর্মকর্তা এ এস আই সংকলন বড়ুয়া মোটা অংকের মাসোয়ারা নিয়ে ভূমির মালিক মোঃআবদুল মান্নানকে থানায় ডেকে নিয়ে ১০ হজার টাকা উৎকোচ গ্রহণ ও হয়রানির অভিযোগ উঠেছে।

এবং থানায় ডেকে নিয়ে এ এস আই সংকলন বড়ুয়া মৌখিক নিষেধাজ্ঞা করায় আবদুল মান্নান এর লাখ লাখ টাকার ইট, বালু, রড,সিমেন্ট, নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ৬ নভেম্বর আবদুল মান্নান বাদী হয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এ এস আই সংকলন বড়ুয়া টাকার বিষয়ে অস্বীকার করে বলেন , আমি শুধু উভয় পক্ষকে দলিল পত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছি।