Case filed for attempted rape of teenager in Faridpur

A case has been filed against five people for allegedly attempting and aiding the forcible rape of a teenage girl in Charbhadrasan, Faridpur.

The girl's father filed a case with Charbhadrasan Police Station last Monday.

The victim, a teenage girl, is currently admitted to Faridpur Medical College Hospital for treatment.

According to police and the girl's family sources, the incident took place in the Sura Beribandh area of Zakerar in Sadar Union of the Upazila.

The girl's father, Alimuddin Bepari (49), said that last Saturday, his teenage daughter went to a wedding ceremony at his eldest son's in-laws' house in the Sura Beribandh area of Zakerar in Sadar Union Upazila.

At that time, five unidentified persons, namely, accused No. 1 Md. Kausar (19), father- Nuru Uddin, resident of Charbhadrasan Upazila Sadar and Gazirtek Union, accused No. 2 Mamun Sheikh (32), father- Sheikh Ismail, resident of Gazirtek, accused No. 3 and 4 Sohag Sheikh (19) and Shipon Sheikh (19), father- Jalil Sheikh, resident of Hajiganj Fakir Dangi, and accused No. 5 Rubel (28), father- Elach Uddin, resident of MP Dangi, tried to rape her in a tin house at the wedding house.

When asked about the incident, Sheikh Ismail, the father of accused number 2, said, "My son works in the business of selling drugs. Other boys threw paint at the wedding. My son was sitting at the door at the time. He said he was not involved in any such incident."

The investigation officer of the case, Sub-Inspector Khoybar Rahman of Charbhadrasan Police Station, said that three accused have been arrested in the incident and sent to Faridpur Jail. He also said that efforts are being made to arrest the remaining accused quickly.




Man gets 10 years in prison in Lakshmipur arms case

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় শাহ আলম (৪১) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সাহাবুদ্দিন মাস্টারের ছেলে। তিনি আত্মগোপনে রয়েছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দিলেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ জুন লক্ষ্মীপুরের বশিকপুর বাজারের পশ্চিম পাশের একটি পুকুর পাড় থেকে শাহ আলমকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে বশিকপুরের পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প-১ এর একটি দল। ওই দিনই চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে তার নামে মামলা দায়ের করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৩১ জুলাই শাহ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।




Life-sentenced convict arrested 10 years after Biswajit's murder

RAB-2 has arrested Khandaker Md. Yunus Ali (36), a fugitive accused serving a life sentence in the Bishwajit Das murder case, from Narayanganj after 10 years. This information was given in a RAB press release on Tuesday morning.

The release said that based on intelligence information, a team of RAB-2 arrested Yunus Ali from Kellapur area of Narayanganj at 11:40 pm on October 31. During initial interrogation, the accused confessed to his involvement in the murder.




Chhatra League leaders exchange courtesy with mayor in Raipur 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাট এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ ৩১ অক্টোবর সন্ধ্যায় মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মেয়র ছাত্রলীগের নেতাকর্মীদের সততার সাথে দেশের মারমূর্তি উজ্জল হয় এমন কাজে জড়িত থেকে ছাত্রলীগকে আরো শক্তিশালী করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহন করার আহবান জানান।

পৌর ছাত্রলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভী, যুগ্ম আহবায়ক তারেকুর রহমান ফরহাদ, যুগ্ম আহবায়ক তানভির আহম্মেদ পাটোয়ারী গত ২৯ অক্টোবর পৌর শহরের ৩ নং ওয়ার্ডে নয়া কমিটি ঘোষণা করলে নির্বাচিত নতুন কমিটির নেতাকর্মীরা দলবেঁধে মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটকে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে যান।

এসময় পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মুক্তি যোদ্ধার নাতি এবং সনামধন্য রায়পুর মার্চেন্টস একাডেমির ছাত্র ইউনুস পাঠান ইফরান, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ মেরাজ হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ সিয়াম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ, সদস্য মোঃ আসিফ, সদস্য মোঃ তুহিনসহ তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।




The country is in a great disaster; the government must resign: ASM Rab

ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত । সরকারের অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী তিন মাস পর বড় সংকটে পড়তে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তীব্র জ্বালানি সংকট ও নিরব দুর্ভিক্ষে দেশ চরম আর্থিক দুরবস্থায় নিপতিত হয়েছে।

অভাবনীয় এই অর্থনৈতিক বিপর্যয় ও ভয়ঙ্কর দুর্যোগের পূর্বেই সরকারকে পদত্যাগ করতে হবে। এতো বড় জাতীয় সংকট কোন একক দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। এ বিষয়ে শ্রম, কর্ম ও পেশাজীবীসহ সকলের জাতীয় ঐক্য অপরিহার্য।

জেএসডির সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা দিয়ে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে না। রাষ্ট্র ক্ষমতায় শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব অনিবার্য হয়ে উঠেছে। অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করার মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করতে হবে। সরকারের পতন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্যদিয়ে জেএসডিকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

র‌্যালি পূর্ব সমাবেশে দলের কার্যকরী সভাপতি  সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




Cabinet Secretary reveals how many days of government holidays will be in 2023

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠক শেষে ব্রিফিং নিয়ে এ কথা বলেন।

Details coming soon…




Man gets life sentence for killing college student in Lakshmipur

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাওন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাহাদাত হোসেন শাকিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়া হত্যা মামলায় তিন নারীসহ আট আসামিকে খালাস দেন আদালত।

আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শাহাদাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- সোহেল পাটওয়ারী (৩৬), পরান পাটওয়ারী (৩১), পারভেজ পাটওয়ারী (৩৩), নুর আলম দুদী (৬১), নাজিম উদ্দিন (৪৯), তানিয়া আক্তার (২৬), ফেরদৌস বেগম (৩৭), সামছুর নাহার (৫৬)। এরা জামিনে মুক্ত ছিলেন।

ভিকটিম মো. শাওন (১৮) সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা গেছে, হত্যার শিকার শাওন লেখাপড়ার সুবাধে তার খালার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের আব্দুল হালিম মাস্টারের বাড়িতে থাকতেন।

অভিযুক্তদের সঙ্গে তার খালাদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন দুপুরে অভিযুক্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শাওনের খালাতো ভাই সালাহউদ্দিনসহ তাদের পরিবারের লোকজনের ওপর হামলা করেন।

এসময় শাওন এগিয়ে গেলে অভিযুক্তরা শাওনকে মারধর করেন। একপর্যায়ে শাহাদাত হোসেন শাকিল ধারালো অস্ত্র দিয়ে শাওনকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন নারীসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন শাওনের খালাতো ভাই সালাহউদ্দিন।

সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ময়নাল হোসেন খান ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার ১০ নম্বর আসামি সাহাবুদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বাকি নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে যাবজ্জীবন ও আটজনকে খালাস দেন।

এদিকে মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী সালাহউদ্দিন ও নিহত শাওনের বাবা তোফায়েল আহম্মদ।




121 more teachers and employees enrolled in MPO

বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ১২১ জন শিক্ষক-কর্মচারী হয়েছেন এমপিওভুক্ত । এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৪৪ জন, ভোকেশনাল শিক্ষাক্রমের ৬০ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ১৭ জন  শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে পৃথক আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের এমপিও চলতি অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২১ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ ১২১ শিক্ষক-কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।




'Blaze & Skin' was at the top of interest at the US trade show

Staff Correspondent:
২৮ তম “ইউ এস ট্রেড শো ২০২২” শেষ হয়েছে। এবারের শো’তে ৭০ টিরও বেশি বুথে প্রদর্শিত হয়েছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের সেরা পণ্যগুলো তিনদিন ব্যাপী মেলার শেষ দিন গতকাল মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সবচেয়ে বেশি আগ্রহ ছিল প্রথমবারের অংশ নেওয়া আমেরিকান কালার কসমেটিক ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’ প্যাভিলিয়নের পণ্যে।
এছাড়াও এই প্যাভিলিয়নে দেখা যায় নায়ক অনন্ত জলিল, নীরব, নায়িকা বর্ষা সহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারদের। সংশ্লিষ্টরা জানান, ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটি-এর মনমাতানো সুবাস জড়িত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার , ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে , পাশাপাশি এর মনমাতানো সুঘ্রাণ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় আরও উদ্বুদ্ধ করে । এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন আপে আছে ‘স্ট্যারি নাইট’ এবং কোকোনাট ও ‘রেইনবো ওয়েসিস। বডি লোশন লাইন আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ ‘অ্যাম্বার সানশাইন’, ‘ মুন লাইট অরোরা। বডি জেলি লাইন আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত ২ টি প্রোডাক্ট , ‘এন্ডলেস ওশান’ ও ‘ সামার স্মুদি ‘ । বডি স্ক্রাব লাইন আপে আছে ২ টি প্রোডাক্ট -‘কাম ক্লোজার ‘ এবং ফেস স্ক্রাব ‘ ব্রাশড টুগেদার ‘। আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রো লাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাুড ফেস ক্রিম, ‘ওহ! ভ্যানিলা ‘। এছাড়াও এই ব্র্যান্ডে আছে হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক ‘ নো কম্প্রোমাইজ’ স্লিপিং মাস্ক ‘- ‘এলিভেনথ আওয়ার ‘ , গ্রিন ক্লে মাস্ক- ‘ স্প্রিং ফ্রস্ট ‘ । ব্লেইজ্ ও স্কিনের ‘গ্লো ও টাইম’ লাইন আপে আছে বিভিন্ন কার্যকরী উপাদানে সমৃদ্ধ টোনার এবং সিরাম ।
মেকআপ রিমুভারের জন্য আছে ‘ওয়াইপ অফ ইঞ্জি’ নামের মাইসেলার ওয়াটার। বিখ্যাত মেকআপ আর্টিস্ট শাহিদা আহসান বলেন , আমেরিকার এই ব্র্যান্ডটি বাংলাদেশে প্রথমবারের মত যাত্রা শুরু করেছে । স্কিন ভাল রাখতে হলে ভাল স্কিনকেয়ার ব্র্যান্ড আবশ্যক। সেক্ষেত্রে ‘ব্লেইজ্ ও স্কিন’ ব্র্যান্ড আমারও পছন্দ এবং এর প্রোডাক্ট রেঞ্জ খুব গোছানো । নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শায়রা নাফসিন বলেন, ‘ব্লেইজ্ ও স্কিনে’র প্রতিটি প্রোডাক্ট দেখতে যেমন লুক্রেটিভ , তেমনি এর ফ্রেগ্রেন্সও ভীষণ অ্যামেজিং।
আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে রিসার্চের জন্য আমাকে সারা শহর , এমনকি শহরের বাইরেও যেতে হয় । কিন্তু শত ক্লান্তি সত্ত্বেও, আমি প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করি শুধুমাত্র এই রিল্যাক্সিং ফ্রেগ্রেন্সের কারণে । উল্লেখ্য, আমেরিকান বিভিন্ন পণ্য ও সেবা’র পাশাপাশি এই ট্রেড শো’তে ঢাকা দূতাবাসের সার্ভিসগুলোও তুলে ধরা হচ্ছে। এতে এদেশের ভোক্তারা যেমন আন্তর্জাতিকমানের পণ্য ব্যবহারের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।



80 political parties seek EC registration

নির্বাচন কমিশনের  কাছে রাজনৈতিক দলের স্বীকৃতি পেতে অথবা নিবন্ধনের জন্য ৮০টি নতুন দল আবেদন করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদনের সময়সীমা আজ শেষ হলো। রোববার আবেদনের শেষদিন এই তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সহকারী সচিব রওশন আরা বেগম। এর আগে, গত বৃহস্পতিবার পর্যন্ত ইসিতে ৪০টি দলের আবেদন জমা পড়ে। সেক্ষেত্রে শেষের দিন অর্থাৎ আজকে ৪০টি দল নিবন্ধনের আবেদন দিয়েছে।

ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন নিতে এ পর্যন্ত অন্তত ৮০টি দল নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছে। নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হলে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মহানগর থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকার শর্ত পূরণ করতে হবে।

ইসি জানায়, সবশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে ৭৬টি দল নিবন্ধনের জন্য আবেদন করলেও ২০১৮ সালে একটিও নিবন্ধন যোগ্য বিবেচিত হয়নি। আগ্রহী দলগুলো শর্তপূরণ করেছে বললেও যাচাই-বাছাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অবশ্য ভোটের পরে আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে দুটি দল। ইসি আরও বলেছে, প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দেয়ার জন্য আবেদন আহ্বান করার বিধান আছে। সে মোতাবেক ২৬শে মে দলগুলোর কাছে আবেদন আহ্বান করে ২৯শে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল।

২৯শে আগস্ট পর্যন্ত ১০টির মতো দল আবেদনপত্র তুলেছিল। এদের মধ্যে আবেদনপত্র জমা দিয়েছিল দু’টি দল। এরপরই সময় বাড়ানোর জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী দাবি জানালে আরও দুই মাস মেয়াদ বাড়ায় আউয়াল কমিশন।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো দলগুলোকে নিবন্ধন দেয়। সেসময় ১১৭টি দল আবেদন করেছিল। যাচাই-বাছাইয়ের পর নিবন্ধন পায় ৩৯টি দল। সবশেষ দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০শে অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তখন সময় দেয়া হয়েছিল ওই বছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

এতে নিবন্ধন পেতে আবেদন করেছিল ৭৬টি রাজনৈতিক দল। কে এম নুরুল হুদা কমিশন নানা কারণে সবার আবেদন বাতিল করেছিল। পরবর্তীতে আদালতের আদেশে নিবন্ধন পায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস। সবমিলিয়ে গত ১৪ বছরে মোট ৪৪টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এর মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিলও করা হয়। ফলে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।