Prime Minister to lay foundation stones of 29 projects and 4 today
প্রধানমন্ত্রী বন্দরনগরী চট্টগ্রাম সফর করছেন আজ রোববার (৪ ডিসেম্বর)। এই সফরকালে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯টি প্রকল্প উদ্বোধন করবেন। নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চারটি প্রকল্পের। সব প্রকল্পের আর্থিক মূল্য ৩৩ হাজার কোটি টাকার বেশি।
চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে এসব তথ্য জানা গেছে। রোববার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পর প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। এরপর বিকেলে হাজির হবেন পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায়।
জানা গেছে, তিনি যেসব মন্ত্রণালয়ের অধীন প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য, কৃষি, নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়। আর যেসব মন্ত্রণালয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হলো ধর্ম মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।