Big change in Argentina XI, Di Maria out

গুঞ্জন ছিল আগেই। অবশেষে তা সত্য হল। মহাগুরুত্বপূর্ণ নক আউট পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আর কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ রয়েছে। শুরুর একাদশে নেই আনহেল ডি মারিয়া।

আল রাইয়ানের আহমদ বিন আলি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাকে ছাড়াই প্রথমার্ধে মাঠে নামছে লিওনেল মেসিরা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পাপু গোমেজ।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনইয়া, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), আলেহান্দ্রো পাপু গোমেজ ও ইউলিয়ান অ্যালভারেজ।