Netrokona Government College Branch Chhatra League stands by HSC examinees

 আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি : 

এইচএসসি পরীক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের পাশে নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। ৬ই নভেম্বর সকাল ৯ টা থেকে পরীক্ষার কেন্দ্রের সামনে যানযট নিরসন ও পরীক্ষার্থীদের পানি, কলম নিয়ে শিক্ষার্থীদের পাশে দাড়ায় কলেজ শাখা ছাত্রলীগের নেতারা। পরীক্ষা শুরুর পূর্বে জেলার প্রায় সকল কেন্দ্রে ধারাবাহিকভাবে এ কার্যক্রম এর আয়োজন করে জেলা ছাত্রলীগ ও নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ

পরীক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব, বিদুর সাহা স্পর্শ, সানিমুল হক, জান্নাতুল হাসান, মেহেদী হাসান,হারুন,পিনিয়র,সামি সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

পরীক্ষার আগে মুহুর্তে সড়কে যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে তারা

এসময় সৈয়দ আল রাকিব বলেন,মানবিক নেত্রকোনা জেলা ছাত্রলীগের স্বপ্ন-দ্রষ্টা,

 বিপ্লবী সাধারণ-সম্পাদক সোবায়েল আহম্মেদ খান ভাইয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় বহুবছর ধরে নেত্রকোনা জেলা ছাত্রলীগ পরিবার পরীক্ষার্থীদের পাশে থেকে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে পরীক্ষার্থীদের অভয় দেয়া সহ পড়াশোনায় উৎসাহী করে আসছে।