Twitter CEO Elon Musk challenges Facebook
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টুইটার প্রধান ইলন মাস্ক। তিনি বলেন, আগামীতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ফেসবুককে ছাড়িয়ে যাবে।
সম্প্রতি টুইট করে এই চ্যালেঞ্জ করেন টেসলাখ্যাত ইলন।
ইলন মাস্কের দাবি, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টুইটারে প্রতি মাসে ১০০ কোটি গ্রাহক ছাড়াবে।
মাস্ক বলেন, গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করেছে টুইটার।
টুইটারে ইলন লিখেছেন, ‘আমার মনে হয় আমি সেই পথ দেখতে পেয়েছি যেখানে আগামী ১২-১৮ মাসের মধ্যে টুইটারে প্রতি মাসে গ্রাহক সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে।’ সম্প্রতি বিজ্ঞাপনদাতাদের টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম।
মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই কোম্পানির অভ্যন্তরে হইচই শুরু হয়েছিল। যা দেখে অনেক বিজ্ঞাপনদাতা এই প্ল্যাটফর্ম থেকে সরে এসেছিল। বিজ্ঞাপনদাতাদের ফিরে পেতে মরিয়া ইলন মাস্ক এখন টুইটার নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে ইলন মাস্কের অধিগ্রহণের পরে সংস্থার বৃদ্ধিতে গতি এসেছে।
প্রায় ১.৫ কোটি নতুন গ্রাহক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে।