Afridi, Rizwan will be the stars of BPL this time

অন্য দেশের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সঙ্গে ছিল সূচির গড়মিল। যে কারণে আগামী বিপিএলে বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সংশয় তৈরি হয়েছিল। তবে সে সংশয় কেটে যাচ্ছে ধীরে ধীরে।

আসন্ন বিপিএলে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান কিংবা মোহাম্মদ নওয়াজসহ একঝাঁক পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে দেশের মাটিতে।

বুধবার দুপুরে লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে সিলেট স্ট্রাইকার্স। এই দলে মাশরাফি বিন মর্তুজাকে আইকন খেলোয়াড় ঘোষণার পাশাপাশি চারজন বিদেশি ক্রিকেটারেরও নাম ঘোষণা করে তারা। যার মধ্যে পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের নামও রয়েছে।পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সাথেও বিপিএলের সূচির সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু জানা যায়, পিএসএলের সূচি পিছিয়ে দেয়া হবে।

তাছাড়াও জানুয়ারির শেষের দিকে ওয়েস্টি ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের।