121 more teachers and employees enrolled in MPO
বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ১২১ জন শিক্ষক-কর্মচারী হয়েছেন এমপিওভুক্ত । এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৪৪ জন, ভোকেশনাল শিক্ষাক্রমের ৬০ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ১৭ জন শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে পৃথক আদেশ জারি করা হয়েছে।
জানা যায়, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের এমপিও চলতি অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২১ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ ১২১ শিক্ষক-কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।