Kamalnagar Chhatra League President Rubel, Secretary Harun

কমলনগর(ল²ীপুর)প্রতিনিধিঃ ল²ীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের ১ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দিয়েছে ল²ীপুর জেলা ছাত্রলীগ।

গত সোমবার ৫ ডিসেম্বর নুর উদ্দিন চৌধুরী রুবেল’কে সভাপতি ও হারুনুর রশিদ’কে সাধারণ সম্পাদক করে ল²ীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভ’ইয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে।

এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৭ অক্টোবর সাবেক কমিটি স্থগিত করে এবং ১৪ নভেম্বর কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা ছাত্রলীগ।

নতুন কমিটির সহ-সভাপতি তানজুর রহমান রুবেল, প্রিন্স মাহমুদ আরাফাত, মাহবুর আলম শিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল শামস, আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অনিক, সাহেদুজ্জামান নাঈমসহ ৯ সদস্যর এই নতুন নেত্রীত্বে কমলনগর উপজলো ছাত্রলীগ সু-সংগঠিত হবে বলে তৃনমুল ছাত্রলীগের দাবি।