Two bodies recovered in Kamalnagar

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে আলাদা জায়গা থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ফেব্রুয়ারী) চর কাদিরা ও মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. কবির হোসেন চর কাদিরা ইউনিয়নের আবদুল মালেকের ছেলে ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, সকালে চর কাদিরা আশ্রয়ণ কেন্দ্র থেকে কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরে মেঘনা নদীর পাটোয়ারীহাট অংশে ভেসে আসা আরেকটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।