Gazi Mazharul Anwar's works will be preserved: Information Minister
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এফডিসিতে প্রয়াত এই গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।’
সোমবার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। তারপর বেলা ১২টার দিকে তাকে এফডিসিতে নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা হয়।
এদিকে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। তারপর বনানী কবরস্থানে হবে গাজী মাজহারুল আনোয়ারের শেষ ঠিকানা।