City's dominant win at Sevilla in Holland's 'goal machine'
আর্লিং হলান্ডকে যেন থামানো যাচ্ছেনা কিছুতেই। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষে আবারও করলেন জোড়া গোল। তার দল ম্যানচেস্টার সিটিও পেল ৪-০ গোলের সহজ জয়।
গতকালকের আগুন পারফরম্যান্সের পর সিটির জার্সিতে হলান্ডের গোলসংখ্যা দাঁড়ালো ১২তে। এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন নরওয়েজিয়ান তারকা।
এই মুহূর্তে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় হলান্ডের গোলসংখ্যা ২৫। এই কীর্তি গড়তে তার লেগেছে মাত্র ২০ ম্যাচ যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম। গতকাল মাত্র ২০ মিনিটেই নিজের ও দলের গোলের খাতা খুলেন হলান্ড। কেভিন ডি ব্রুইনের ক্রসকে দেন গন্তব্য। কিছুক্ষণ বাদে গোলরক্ষককে একা পেয়ে যান ডি ব্রুইনে। তবে দারুণ সেফ করে বেলজিয়ান তারকাকে হতাশ করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বুনো।
লা লিগার বাজে ফর্ম এখানেও সঙ্গী হয়েছে তাদের, সিটির নান্দনিক ফুটবলের কাছে পাত্তাই পায়নি স্প্যানিশ দলটি।