Poonam Pandey is in the news again after posting a video of herself taking a bath.

আবারও আলোচনায় ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ভারত জিতলে নিজের কাপড় খোলার কথা বলে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর থেকে নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে ঝড় তোলা তার রীতি হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের প্রথম দিন ভক্তদের নিরাশ করলেন না ২৭ বছর বয়সী এই মডেল। বাথটবে গোসলের ভিডিও প্রকাশ করে ফের আলোচনায় এলেন পুনম পাণ্ডে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ইনস্টাগ্রামে বছরের প্রথম দিনেই ভাইরাল হলো পুনম পাণ্ডের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি বাথটবে নগ্ন অবস্থায় নেমে যাচ্ছেন লাস্যময়ী এই মডেল। ভিডিওতে ভক্তদের একটি বার্তাও দিচ্ছেন পুনম।এই ভিডিওর ক্যাপশান ‘‘কামিং সুন, হ্যাপি ২০১৯’’। তাহলে কি এটা ট্রেলার-এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুনম ভক্তদের মধ্যে। তাই তো বাকিটা দেখতে আরও অপেক্ষা করতে হবে তাদের।

https://www.youtube.com/watch?v=ZcgfLGiM1KA