Charbhadrasen freedom fighter Md. Yusuf Ali Mollah buried with state honors

Faridpur District Representative –

ফরিদপুরের চরভদ্রাসেন বীর মুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী মোল্যকে(৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকাল দশটার দিকে সদর ইউনিয়নের চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যদা প্রদান করা হয় ও জানাজা শেষে এম কে ডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, মো: ফকরুজ্জামান, শাহজাহান খান প্রমূখ।

তার বড়পুত্র জাহিদ মোল্লা জানান ব্রেন ষ্ট্রোক জনিত কারনে ১৪ দিন ফরিদপুরে চিকিৎসার পর তাকে গত বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসা হয়। এর পর শনিবার রাত আটটার দিকে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের নিজ বাড়িতে মারা যান ইউসুফ আলী। মৃত্যু কালে তিনি স্ত্রী ওদুই পুত্র রেখে গেছেন