Terrible fire in Chowmuhani, 20 shops burnt to ashes

মোঃবদিউজ্জামান  ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০ দোকান আগুনে পুড়ে ছাই।
শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটিম্যান মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাসুদ রানা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে
চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মী আসতে বিলম্ব হয়।
স্হানীয় ব্যবসায়িদের দাবি  আগুনের  সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক তাঁর থেকে  এতে প্রায়  কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। মেসার্স জামাল উদ্দিন এন্ড আদার্স ও মেসার্স ভাই ভাই রাইচ এজেন্সির প্রোঃ হাজী জামাল বলেন গত তিন বছর আগেও আগুন লাগে আমরা একই ভাবে ক্ষতি গ্রস্ত হই,মেসার্স রহমত উল্লাহ  এন্ড আদার্সের দুটি দোকান রয়েছে।
ইনসুরেন্সের কোম্পানির কর্মকর্তারা বলেন  আমরা ক্ষতি গ্রস্ত ব্যবসায়িদের পাশে থাকবো প্রয়োজনিয় সব পদক্ষেপ গ্রহণ করবো বলে জানিয়েছেন।