DU student dies after falling from roof

সাতসকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে প্রাণ হারান লিমন কুমার রয় (২০) নামে একজন শিক্ষার্থী।

আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য নামে দশ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

লিমন রয় ঢাবির আইইআর (ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ) বিভাগের ছাত্র ছিলেন। তিনি সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের চার তলায় থাকতেন। তার গ্রামের বাড়ি উত্তরবঙ্গে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১০ তলার ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমন কীভাবে ছাদ থেকে পড়ে গেছে তা প্রাথমিক জানা যায়নি বলে দাবি করেন এই পুলিশ সদস্য।

এদিকে লিমনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তার সহপাঠী ও হলের শিক্ষার্থীরা। জগন্নাথ হলের প্রভোস্টও হাসপাতালে গেছেন বলে জানা যায়।