The mother of the 2 children standing in human chains got bail

ঢাকার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ মামলায় যুবদল নেতার কারাবন্দি স্ত্রী হাফসা আক্তার পুতুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।

এর আগে মায়ের মুক্তির জন্য মানববন্ধনে দাঁড়িয়েছিল হাফসার ৭ ও ৪ বছরের দুই মেয়ে। আজ জামিন শুনানিতেও তারা আদালতে এসেছিল দাদির সঙ্গে। মায়ের জামিন হওয়ার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশু দুটি।

হাফসার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আদেশের আগে পুলিশের কাছে থাকা হাফসার ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেখেছেন আদালত। হাফসার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকায় তাঁর মুক্তিতে বাধা নেই।

গত ২০ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন ঢাকা মহানগর আদালতের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই দিনই নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তারের পর ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর আদালতে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক। এর পর জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন তিনি।

শিশু দুটির বাবা আবদুল হামিদ ভুঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা আবদুল হাই ভুঁইয়া এক মানববন্ধনে অভিযোগ করেছিলেন, তাঁর বড় ছেলে আবদুল হামিদকে পুলিশ খুঁজছে। না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায়। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।