Shakib starts CPL with a win

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের। নতুন দলে অভিষেক ম্যাচে ব্যাট হাতে সাকিব রীতিমতো গোল্ডেন ডাক। চারে ব্যাটিং করা সাকিব আউট হন প্রথম বলেই।  বল হাতেও সাকিব খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে সাকিব ভালো না করলেও জিতেছে তার দল গায়ানা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে গায়ানা ১২ রানে হারায় সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াহসকে। এবারের আসরে ধুঁকতে থাকা গায়ানার এটি সপ্তম ম্যাচে স্রেফ দ্বিতীয় জয়। শুরুতে ব্যাট করে গায়ানা তোলে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে জ্যামাইকা অলআউট হয় ১৬৬ রানে।