Bangladesh bats after losing the toss!
টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপ মঞ্চে দ্বিতীয় জয়ের আশায় টাইগাররা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।
সকাল দশটায় অস্ট্রেলিয়ার হোবার্টে শুরু হবে ম্যাচটি। ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পরপর দুই দিন বৃষ্টির পর গতকাল থেকে রোদ উঠেছে হোবার্টে।
তাই ম্যাচে বৃষ্টির আশঙ্কা না থাকলেও ভয় আছে বুক কাঁপনো কনকনে ঠান্ডা বাতাসের।
বাংলাদেশ একাদশঃ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।