The new committee of Subarnachar Samiti in Dhaka

ঢাকায় বসবাসরত নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দাদের সংগঠন ‘সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সাবেক সচিব এ টি এম আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
নতুন কমিটিতে মোহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি ও নাজমুল ইসলাম প্যামেলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম কবির রতন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবর, দপ্তর সম্পাদক সিরাজুল মাওলা, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক মো. আলী আকবর, সাহিত্যবিষয়ক সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান ফিরোজ, সমাজকল্যাণ সম্পাদক ফখরুল বিন খালেক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. শহীদ এলাহী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আব্দুল গোফরান মোস্তান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. তারিক উল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক আবদুল আহাদ রুবেল, আপ্যায়ন সম্পাদক মো. আবুল বাশার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ রিয়াজ, ছাত্রবিষয়ক সম্পাদক মো. তানজীদ হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পলি।