Anwarul Haque, Noakhali correspondent of Daily Inquilab, is no more
মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ
দক্ষিন জনপদের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান এবং ইনকিলাব ব্যুরো প্রধান ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব আনোয়ারুল হক আনোয়ার আর নেই।
তিনি শুক্রবার বিকেলে আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৮)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে
গেছেন।
তাঁর এই আকস্মিক ইন্তেকালে ইনকিলাব সম্পাদক, ইনকিলাব পরিবারের প্রতিটি সদস্য
,তাঁর নিজ জেলা নোয়াখালী সহ সারাদেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সদ্য মরহুম আনোয়ারুল হক আনোয়ার দৈনিক ইনকিলাবের জন্ম লগ্ন থেকেই পত্রিকাটির সাথে
যুক্ত হয়ে মৃত্যুকালীন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। গত ৬ ডিসেম্বর দৈনিক ইনকিলাব সম্পাদকের
সাথে ব্যুরো প্রধানদের বৈঠককালে ইনকিলাবের উন্নয়নে সকলের জন্য
উদ্দীপনা মুলক বক্তব্য রাখেন।
সভার পরে অনুষ্ঠিত ব্যুরো প্রধান ফোরামের পুনর্গঠনকালে পুনরায় তিনি সদস্য সচিব পদে
পুনঃনির্বাচিত হন।
মরহুম আনোয়ারুল হক আনোয়ার দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব এম এ মান্নান ( রহঃ ) এবং সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর অত্যন্ত আস্থাভাজন ছিলেন।
সব সময় হাস্যোজ্জল এই মানুষটি সকল ব্যুরো প্রধান, জেলা সংবাদদাতার কাছে ছিলেন প্রিয় ভাজন।
ইনকিলাব সম্পাদকের শোক।।
মরহুম আনোয়ারুল হক আনোয়ারের আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইনকিলাব সম্পাদক ইনকিলাব পরিবারের অভিভাবক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন।
শোক বার্তায় ইনকিলাব সম্পাদক বলেন, মরহুম আনোয়ারুল হক আনোয়ারের ইন্তেকালে পুরো
ইনকিলাব পরিবার শোকাহত।
তার এই অকাল প্রস্থান ইনকিলাবের জন্য এক অপুরনীয় ক্ষতি।
তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তাঁর বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।
ব্যুরো প্রধান ফোরামের শোক।।
দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধান ফোরামের সভাপতি ও রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ রবিউজ্জামান, চট্টগ্রাম ব্যুরো প্রধান শফিউল আলম ও বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম সেলিম, বরিশাল ব্যুরো প্রধান নাছিম উল আলম,
দিনাজপুর ব্যুরো প্রধান মাহফুজুল হক আনার,বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু, খুলনা ব্যুরো প্রধান ডিএম রেজা সোহাগ, যশোর ব্যুরো
প্রধান সাহেদ রহমান, সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিন,কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক এবং ময়মনসিংহ ব্যুরো প্রধান শামসুল আলম খান মরহুম আনোয়ার আনোয়ারুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই শোক বার্তায় বলা হয় ইনকিলাব ব্যুরো প্রধান ফোরাম সব সময় মরহুমের পরিবারের সাথে থাকবে ইনশাআল্লাহ।