In the second round; find out when which teams are playing.

কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। সুপার সিক্সটিনের ১৬ দল র্ধারিত হয়ে গেছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কোন দলের খেলা কখন?

দ্বিতীয় রাউন্ড

৩ ডিসেম্বর, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র রাত ৯টা
৩ ডিসেম্বর, আর্জেন্টিনা- অস্ট্রেলিয়া রাত ১টা
৪ ডিসেম্বর, ফ্রান্স- পোল্যান্ড রাত ৯টা
৪ ডিসেম্বর, ইংল্যান্ড- সেনেগাল রাত ১টা
৫ ডিসেম্বর, জাপান- ক্রোয়েশিয়া রাত ৯টা
৫ ডিসেম্বর, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া রাত ১টা
৬ ডিসেম্বর, মরক্কো- স্পেন রাত ৯টা
৬ ডিসেম্বর, পর্তুগাল- সুইজারল্যান্ড রাত ১টা

আট দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখানকার সেরা চারে হবে সেমিফাইনাল। আর সেমি জয় করা সেরা দুই লড়বে ট্রফির জন্য।

১৮ ডিসেম্বর পর্দা নামবে বিশ্বকাপের এবারের আসরের।