LPG price revision for November today

চলতি বছরের নভেম্বর মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনঃনির্ধারণ করা হবে আজ বুধবার (২ নভেম্বর)।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর ২০২২ মাসের সৌদি সিপি অনুযায়ী নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি ২ নভেম্বর বুধবার বিকেল ৩টায় কমিশন কর্তৃক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

একইসঙ্গে নভেম্বর ২০২২-এর সৌদি সিপি অনুযায়ী নভেম্বর ২০২২ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে।