Sheikh Russell's birthday celebrated with due dignity in Netrokona

Abdur Rahman Ishan, Netrokona Correspondent:

নেত্রকোণায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬৯ তম জন্মদিন।

এ উপলক্ষে নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে শিল্পকলার মুক্তমঞ্চে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহীদ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ। পরে একে একে বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের প্রধানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে মোক্তারপাড়া মাঠ থেকে একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন, রচনা সহ বিভিন্ন আঙ্গিকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ৃ