Autorickshaw brand tops popularity in Noakhali Zilla Parishad elections 

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
বিপুল উৎসাহ  উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন।
নির্বাচনে সদর উপজেলার ৫নং  ওয়ার্ড হইতে  জনগণের মনোনীত সাবেক নির্বাচিত সদস্য কামাল উদ্দিন এর অটোরিকশা মার্কা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য  আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব  পালন করে যাচ্ছেন।তিনি নোয়াখালী  সদর উপজেলার প্রতিটি ভোটারের কাছে যাচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন।
যথাসময়ে নোয়াখালী জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি  জনসাধারণকে বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান। উল্লেখ্য ১৮  অক্টোবর পর্যন্ত হাইকোর্টের নির্দেশ না আসা পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট স্থগিত থাকবে। ১৭ অক্টোবর সারাদিন কামাল উদ্দিনের অটোরিকশা মার্কা ভোট দিন ।