Procession and discussion meeting demanding safe roads in Noakhali
Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের আয়োজনে এক বণ্যাঢ্য শোভাযাএা ২২অক্টোবর সকাল ১০ টায় নোয়াখালী ডিসি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে ডিসি কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্ওাহীন বিল্লাহ। বক্তব্য রাখেন জেলার বিআরটিএ সার্কেল সহকারী পরিচালক ইন্জিনিয়ার উসমান সরওয়ার আলম।
বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার। বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মালবাহী ট্রাক,ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ আবুল বাহার আরো উপস্থিত ছিলেন সুধারাম থানার ট্রাফিক ইন্সপেক্টর সিরাজ উদ্দৌলা।উপস্থিত ছিলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার ও পল্লী নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃবদিউজ্জামান তুহিন, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও স্বদেশ কন্ঠ প্রতিদিনের চট্টগ্রাম ডিভিশনাল চীফ রিপোর্টার মোঃরিয়াজুল সোহাগ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃনাজিমুল হায়দার।