Mustafiz returns to his old rhythm

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষ করে বাংলাদেশ দল যেদিন বিশ্বকাপ ভেন্যুতে এলো, সেদিন পেসার এবাদত হোসেনকে যতটা হাসিখুশি দেখাচ্ছিল, মুস্তাফিজুর রহমান ততটাই চুপসে ছিলেন নিজের ভেতরে। এবাদতের খুশি বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরে।

মুস্তাফিজ মনমরা হওয়ার কারণ ছিল টানা ম্যাচ খেলতে না পারায়। বাঁহাতি এ পেসারের বল ছাড়ার অ্যাকশন নিজের অজান্তেই পরিবর্তন হওয়ায় কাটার, স্লোয়ারের ধার কমে গিয়েছিল। বলের পেস নেমেছিল ১৩০-১৩২ কিলোমিটারে। কোচ শ্রীধরন শ্রীরাম সে ত্রুটি ধরিয়ে দেওয়ার পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে একান্তে কাজ করে মুস্তাফিজ ফিরে গেছেন পুরোনো অ্যাকশনে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই পুরোনো অ্যাকশনে বোলিং করে সাফল্যও পাচ্ছেন বাঁহাতি এ পেসার। বোলিংয়ে গতি বেড়েছে, লাইন-লেন্থে এসেছে ধারাবাহিকতা।