Constitution Day celebrated in Tajumuddin for the first time
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :
বাংলাদেশ সংবিধান দিবস আজ শুক্রবার। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।
দিবসটি উপলক্ষে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে শুক্রবার ৪ নবেম্বর সকাল ১০টায় আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এই সময় সংবিধান দিবসটির উপলক্ষে আলোচনায় সভায় উপস্থিতি ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমন মুরাদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সেলিম রেজা, মুক্তিযুদ্ধা শাহাবুদ্দিন মাষ্টার, বিএ মোফাজ্জল সহ তজুমদ্দিন উপজেলা দাপ্তরিক কর্মকর্তা, রাজনীতি ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।