Kriti opens up about her love life with Prabhas
গোপনে চুটিয়ে প্রেম, তারপর ঘটা করে বিয়ে—বলিউড তারকাদের মধ্যে এটার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে বিগত কয়েকবছর ধরে। সেই পথেই নাকি হাঁটতে চলেছেন প্রভাস ও কৃতি শ্যানন! তাদের প্রেম নিয়েই এখন তোলপাড় বি-টাউন। জানা গেছে, একসঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমায় কাজ করতে গিয়েই একে অপরের কাছে এসেছেন তারা।
এদিকে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন কৃতি। সামাজিক মাধ্যমে প্রভাসের সঙ্গে তার সম্পর্কের খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি।
কৃতি বলেন, “প্রভাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সম্পূর্ণভাবে মিথ্যে। ‘ভেড়িয়া’ বরুণ রিয়ালিটি শোতে একটু বেশিই বন্য হয়ে গিয়েছিল, তার মজার কারণে ডেটিং গুজব ছড়িয়ে পড়ে। এবার আমার বিয়ের দিন ঘোষণা হওয়ার আগে আমার মনে হয় সব গুজবের শেষ করা উচিত। এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন খবর।’
মূলত, কৃতির ‘ভেড়িয়া’র সহ-অভিনেতা বরুণ ধাওয়ানও সম্প্রতি কৃতির সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ছবির প্রচারে ‘ঝালাক দিখলা যা’ শোতে এসেছিলেন অভিনেতা। সেখানেই করণ জোহর তার কাছে ইন্ডাস্ট্রির কয়েকজন সিঙ্গল নায়িকার নাম জানতে চেয়েছিলেন। তখনি তিনি বলে ওঠেন, কৃতির নাম নেই কারণ তার নাম অন্য কারও হৃদয়ে রয়েছে যিনি মুম্বাইতে নেই। দীপিকার সঙ্গে শুটিং করছেন।
এরপর আর কারও বুঝতে বাকি থাকেনি যে প্রভাসের কথাই বলছেন বরুণ। কারণ, পরের ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে তাকেই দেখা যাবে। আপাতত হায়দরাবাদে শুটিং করছেন দুজনে।