A dangerous virus has spread to 1 million phones from the Play Store

গুগলের প্লে স্টোর থেকে ১০ লাখ অ্যানড্রয়েড ফোনে ছড়িয়ে পড়েছে ভয়ংকর ভাইরাস। ফোন সুরক্ষিত রাখতে এসব অ্যাপস আনইনস্টল করার পরামর্শ দিয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা।

অ্যানড্রয়েড ফোনের জন্য গুগলের প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলেও এই স্টোর শতভাগ সুরক্ষিত নয়। নিয়মিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাপের মধ্যে ভাইরাস ও ম্যালওয়্যারের হদিস মেলে। ফের প্লে স্টোরে একাধিক বিপজ্জনক অ্যাপের হদিস পাওয়া গিয়েছে।

জনপ্রিয় এই অ্যাপসগুলো ইনস্টল করা থাকলে আপনার ফোনের বিভিন্ন তথ্য পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কাছে। এই ধরনের মোট ৪টি অ্যাপের খোঁজ পাওয়া হয়েছে।

ভয়ংকর সেই ৪ অ্যাপসের তালিকা

৪টি অ্যাপসে এই ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গিয়েছে। আপনার ফোনেও এই অ্যাপসগুলো ইনস্টল থাকলে তা এখনই আনইনস্টল করুন।

Bluetooth Auto Connect
Bluetooth App Sender
Driver: Bluetooth, Wi-Fi,USB
Mobile transfer: smart switch