Final: New Zealand set Pakistan a target of 164 runs

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে হেরে ব্যাটে নেমে পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে সকাল ৮টায় মাঠে নামে এই দুই দল।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা রাঙ্গাতে পারেনি কিউইরা। দলীয় ১২ রানে নাসিম শাহ্‌র বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। পাওয়ার-প্লেতে ২ উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটাররা করে ৫১ রান।

অ্যালেনের সাজঘরে ফেরার পর ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন জুটি থেকে আসে ৩৫ রান। ব্যক্তিগত ১৪ রান করে হারিস রউফের বলে বোল্ড হন কনওয়ে। এরপর কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৫০ রানের ঝড়ো পার্টনারশিপ।মিডেল অর্ডারে গ্লেন ফিলিপসের ২৯ ও মার্ক চ্যাপম্যানের ২৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন কেন উইলিয়ামসন।

পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ্‌। একটি করে উইকেট নেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।