Request to Noakhali District Commissioner for construction of footover bridge
নোয়াখালী জেলা শহরের জন গুরুত্বপূর্ণস্হানে বড় মসজিদের পাশে ফুটওভারব্রিজ নির্মান জরুরি
নোয়াখালী সড়ক ও জনপথ কতৃপক্ষ গুরুত্বপূর্ণ স্থান মাইজদী বড় মসজিদ মোড় সংলগ্ন দক্ষিণ পাশে মাইজদী স্কুল হেলথ ক্লিনিক বরাবর স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ না করিয়া অপ্রোজনীয় স্থানে নির্মাণ করার পরিকল্পনা নিচ্ছে।
জনগুরুত্বপূর্ণ স্থানে ওভারব্রিজ নির্মাণ না করে অন্য জায়গায় নির্মাণ করলে জনগণ ব্যবহারে নিরুৎসাহিত হবে। জনসাধারণের আবেদন উক্ত ফুটওভার ব্রিজটি যদি জেলা জামে মসজিদ মোড় সংলগ্ন দক্ষিণ পাশে নির্মিত হয় তবে তাহা নোয়াখালী জেলা স্কুল বড় মসজিদ গার্লস স্কুল মহিলা কলেজ জজকোর্ট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট মাইজদী কোর্ট রেলওয়ে ষ্টেশন পাবলিক হেলথ জেলা খাদ্য অফিস সহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এবং পশ্চিম পাশে পাবলিক কলেজ হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজ আল ফারুক স্কুল এন্ড কলেজ মাইজদী হাউজিং এষ্টেট মাইজদী বাখরাবাদ গ্যাস অফিস লিংক রোড সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পথচারী যাত্রীদের পারাপারে বেশি সুবিধা হয়। ফুটওভার ব্রিজটি বখসি মিয়াজি পোলের দক্ষিনে ও সিনেমা হলের উওরে নির্মিত হয়।
তাহলে পূর্ব দিকে পৌরবাজার মাইজদী কোর্ট রেলওয়ে ষ্টেশন প্রভাতী স্কুল হরিনারায়নপুর হাইস্কুল এবং পশ্চিমে আল ফারুক স্কুল, কৃষ্ণরামপুর আবাসিক এলাকা রেসিডেন্সিয়াল স্কুল সহ আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং সদরের উদয় সাধুর হাটের লিংক রোডের পথচারীদের জন্য সুবিধা হবে। জনগনের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হজার ছাত্র ছাত্রীর নিরাপদে পথ চলাচলের সুবিধা হবে।এ ব্যাপারে এলাকাবাসী নোয়াখালী জেলা প্রশাসকের কাছে আকুতি জানিয়েছেন।