3 arrested with drugs in Baniyachang

Jewel Rahman, Habiganj Correspondent:

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ৩২৪ লিটার মদ সহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।
২৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় বানিয়াচং উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর গ্রামের ব্রীজের পাশ থেকে অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এ সময় আড়িয়ামুগুর নতুন হাটি গ্রামের মৃত অন্নদা সন্যাসী দাসের পুত্র জুয়েল চন্দ্র দাস(৩৫),আগুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র শফিক (৩৫), একই গ্রামের ললিত রবি দাসের পুত্র শ্যামল রবি দাস (৩৮) কে ৩২৪ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যাবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে। এছাড়া অন্যান্য অপরাধীদেরকে ও নির্মূল করা হবে।