Aryan is making his Bollywood debut with his father's help

গুঞ্জনই সত‍্যি হল। বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তবে অভিনয় নয়, জল্পনা অনুযায়ী পরিচালনায় হাত পাকাতে পাকাবেন তিনি। প্রযোজক হিসেবে থাকবে তার বাবার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন আরিয়ান। খাতা কলমের পাশে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একটি ক্ল‍্যাপস্টিক রাখা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছেলের পোস্টে কমেন্ট করেছেন বাবা শাহরুখ। লিখেছেন, ‘প্রথমটার জন‍্য অনেক শুভেচ্ছা। প্রথমটা সবসময় স্পেশাল হয়। খুব ভোরে যেন শুট ফেলো না। বরং বিকেলের দিকে শুট টাইম রাখলে ভালো হয়।’ উত্তরে আরিয়ান লিখেছেন, ‘অবশ‍্যই, রাতেই শুট রাখা হবে।’

ছেলের গর্বে গর্বিত মা গৌরি খানও। তবে আরিয়ানের পরিচালনায় শাহরুখ অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু নামজাদা প্রযোজক-পরিচালক করণ জোহর নাকি আরিয়ানকে বলিউডে লঞ্চ করার কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন স্টার কিডকে। কিন্তু রাজি হননি আরিয়ান। করণের মুখের ওপরেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।’

শুধু করণ নন, পরিচালক জোয়া আখতারও নাকি আরিয়ানকে চেয়েছিলেন নিজের ছবিতে অভিষেক করানোর জন‍্য। আসন্ন ছবি ‘দ‍্য আর্চিস’-এ আরিয়ানকে লঞ্চ করতে চেয়েছিলেন তিনিও। কিন্তু শাহরুখপুত্র ফিরিয়ে দেন সেই প্রস্তাবও। ইতিমধ‍্যে অবশ‍্য একটি ব্র‍্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা গিয়েছে আরিয়ানকে। ছেলেকে দেখে মুগ্ধ হয়ে কমেন্টও করেছিলেন শাহরুখ। নেটিজেনরা বলেছিলেন, বাবার মতো ছেলে।