BNP does not stand by people, engages in politics of burning people: Information Minister

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, বিএন‌পি হ‌চ্ছে শী‌তের অতিথি পা‌খি, নির্বাচন আস‌লেই তা‌দের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানু‌ষের দুঃসময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়া‌নোই হ‌চ্ছে বিএন‌পির রাজনীতি। 

বুধবার বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রি‌কেট স্টে‌ডিয়া‌মে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আ‌য়ো‌জিত জনসভায় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগামী ১০ তা‌রিখ বিএন‌পি ঢাকায় সমা‌বেশ ডেকে‌ছে। তা‌দের পছন্দ রাস্তা। কারণ তারা যাতে রাস্তায় নে‌মে যানবাহ‌নে আগুন দি‌তে পা‌রে।

তি‌নি ব‌লেন, বাংলা‌দেশ আজ উন্নয়‌নের জোয়া‌রে ভাস‌ছে। ১৪ বছ‌রে বদ‌লে গে‌ছে দেশ। কিন্তু বিএন‌পি এই উন্নয়ন দেখ‌তে পায় না। কারণ দে‌শের উন্নয়ন তা‌দের সহ্য হয় না। অপরদিকে শেখ হা‌সিনার সরকার উন্নয়‌নে বিশ্বাস ক‌রে। আগামী নির্বাচ‌নে জনগণ আবার আওয়ামী লীগ‌কে ভোট দি‌য়ে উন্নয়ন‌কে এগি‌য়ে নি‌য়ে যা‌বে।

কক্সবাজা‌রের উন্নয়‌নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহমুদ ব‌লেন, লক্ষ কো‌টি টাকার উন্নয়‌নে কক্সবাজার বদ‌লে গে‌ছে। বি‌দেশ থে‌কে যারা আসেন তারা কক্সবাজার‌কে চিন‌তে পা‌রেন না। শেখ হা‌সিনার সরকার কক্সবাজার বিমানবন্দর‌কে আন্তর্জা‌তিক মা‌নে উন্নীত ক‌রে‌ছে। আগামী বছর এই পর্যটন নগরী‌তে ট্রেন আস‌বে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কও আধু‌নিক মা‌নের হ‌চ্ছে। 

জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের, প্রে‌সি‌ডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হো‌সেন, জাহাঙ্গীর ক‌বির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, বাহাউ‌দ্দিন না‌সিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মু‌জিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ র‌ফিক, জাফর আলম প্রমুখ।