World Cup squad announced, Shanto returns
এশিয়া কাপ ব্যর্থতার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন। বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার দলে ফিরলেন তারকা ক্রিকেটার শান্ত।
স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের থাকা না থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেক। আজ মিরপুরে বিশ্বকাপের জন্য টাইগার ক্রিকেটের দল ঘোষণা করেছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
১৫ সদস্যের দল নিয়ে অস্ট্রেলিয়া যাবে সাকিব আল হাসানের দল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় নি টাইগারদের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ককে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক),লিটন কুমার দাস, সাব্বির রহমান,মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হাসান শান্ত,মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই– শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, সৌম্য সরকার।