Saudi overtakes Shakib to top spot in first World Cup match
বিশ্বকাপ শুরুর আগে যৌথভাবে শীর্ষে ছিলেন দুজন। সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় উঠে গেলেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই এখন সর্বোচ্চ উইকেটের মালিক।
সিডনিতে শনিবার (২২ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড।
স্বাগতিকদের ১১১ রানে গুঁড়িয়ে দেওয়ার পথে ২.১ ওভারে মাত্র ৬ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন সাউদি। এই সংস্করণে ৯৯ ইনিংসে তার উইকেট এখন ১২৫টি।