1 killed in head-on collision between van and Nosimon in Boalmari

ফরিদপুর  প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী বিশ্বাস (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত নজর আলী বোয়ালমারীর সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হন কমপক্ষে ছয়জন। প্রাথমিকভাবে আহত সবার পরিচয় জানা যায়নি।
তবে আহতদের মধ্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন লিয়ন শেখ (২৪) ও তরিকুল ইসলাম (২৬)। অন্যরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।