Red Whale, the sex game challenging the Blue Whale
Symbolic image
মারণ অনলাইন গেম ‘ব্লু হোয়েল’। এই গেমের আতঙ্ক কাটাতে একটি ব্রিটিশ ওয়েবসাইট এবার নতুন ধরনের গেম নিয়ে এল।
এখানেও ব্লু হোয়েলের ধাঁচে প্রতিদিন একটি করে নতুন ‘টাস্ক’ দেওয়া হবে গেমারদের। ব্রিটিশ ওয়েবসাইট গেমটির নাম দিয়েছে রেড হোয়েল।
তবে ব্লু হোয়েলের সঙ্গে এই গেমের পার্থক্য তিনটে। প্রথমত, এই গেম একা খেলা যাবে না। খেলতে হবে প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী–স্ত্রীর মধ্যে। দ্বিতীয়ত ব্লু হোয়েলের মতো ৫০ দিন নয়, রেড হোয়েল নামে এই খেলা চলবে ৩০ দিন ধরে এবং ইতিবাচক যৌনতাই এই গেমের প্রধান শর্ত।
ওয়েবসাইটটির দাবি, মানসিক অবসাদই ব্লু হোয়েলের মতো গেমের দিকে মানুষকে আকৃষ্ট করে। অবসাদ কাটানোর সেরা ওষুধ যৌনতা। তাই জীবনে যৌনতা আনলে এই অবসাদ কাটানো সম্ভব।
ব্লু হোয়েল গেমে নানারকম নৃশংস কাজ করতে হতো ৫০ দিন ধরে। রেড হোয়েল গেমে কি করতে হবে সেটার নির্দিষ্ট তালিকাও দিয়েছে ওয়েবসাইটটি। আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল, দিন অনুযায়ী তুলে ধরা হল সেই তালিকা
১। রাতে শুতে যাওয়ার আগে ঘনিষ্ঠ হতে হবে।
২। কয়েকটি বিশেষ ভঙ্গিতে অন্তরঙ্গ হতে হবে।
৩। দিনে দুবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে হবে।
৪। যৌন উদ্দীপনাময় বই পড়তে হবে একসঙ্গে।
৫। গোছলের সময় যৌনতার নির্দেশ।
৬। গোসলের আগে সঙ্গী বা সঙ্গিনীকে ম্যাসাজ দিতে হবে।
৭। ১০ মিনিটের কম সময়ে যৌনতা সেরে ফেলতে হবে।
৮। গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গাড়িতেই মিলিত হতে হবে।
৯। সোফা বা চেয়ারে বসে শারীরিক সম্পর্ক করতে হবে।
১০। আগে তেল মালিশ করতে হবে।
১১। ‘ওরাল’ পদ্ধতি অবলম্বন করতে হবে।
১২। সঙ্গিনীকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।
১৩। সঙ্গিনীকে তার শরীর ব্যবহার করে উদ্যোগ নিতে হবে যাতে সঙ্গী চরম সুখ পান।
১৪। বাড়ির মধ্যে এমন কোনও জায়গায় মিলিত হতে হবে যেখানে আগে কখনও মিলিত হননি।
১৫। নিজেকেই নিজে চরম সুখে পৌঁছে দিতে হবে।
১৬। কষ্টকর কোনও মিলনভঙ্গি পরীক্ষা করতে হবে।
১৭। মিলনের সময় খেলনা ব্যবহার করতে হবে।
১৮। একসঙ্গে বসে পর্ন দেখতে হবে।
১৯। চরম ঘনিষ্ঠতা ছাড়া মিলিত হতে হবে।
২০। ই-মেইল করে সঙ্গী বা সঙ্গিনীকে জানাতে হবে আপনার যৌন ইচ্ছা।
২১। ‘সেক্স টয়’ পাওয়া যায় এমন একটা দোকানে একসঙ্গে যেতে হবে।
২২। চরম ঘনিষ্ঠতা ছাড়াই সঙ্গিনীকে যৌন সুখ দিতে হবে।
২৩। একটা রাত শুধুমাত্র যৌনতা নিয়ে কথা বলতে হবে। যৌনতার বাইরে অন্য কোনও কথা বলা যাবে না।
২৪। ‘ডাইস’, ‘স্পিনার’–এর মতো যৌন উদ্দীপক খেলা খেলতে হবে।
২৫। শরীরের নীচের অঙ্গকে ব্যবহার করে ঘনিষ্ঠ হতে হবে।
২৬। পুরুষ সঙ্গীকে মিলনের সময় মুখ্য ভূমিকা নিতে হবে।
২৭। নৈশভোজে গিয়ে টেবিলের তলা দিয়ে বারবার সঙ্গী বা সঙ্গিনীকে স্পর্শ করতে হবে।
২৮। দিনে একাধিকবার মিলিত হতে হবে।
২৯। টসের মাধ্যমে দু’জনের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হবে। যিনি টসে হারবেন তিনি অপরজনকে জিজ্ঞাসা করবেন যে, তার কাছ থেকে তিনি কী চান?
৩০। খেলার শেষ দিনের টাস্কও বেশ অভিনব। সেদিন জেগে থাকতে হবে সারা রাত। যতবার সম্ভব মিলিত হতে হবে। যিনি সবচেয়ে বেশিবার মিলিত হতে পারবেন, তিনিই খেলায় বিজয়ী হবেন।