India is a tested friend, stood by when needed: PM

ভারতকে পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটি প্রয়োজনের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বলে ১৯৭১ সাল ও এর পরবর্তী সময়ের কথা স্মরণ করেন তিনি। সম্প্রতি ভারত সফরের প্রাক্কালে দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা আমাদের যুদ্ধের সময় ভারতের অবদান সবসময় স্মরণ করি। পাশাপাশি ১৯৭৫ সাল, যখন আমার পরিবারের সব সদস্যকে হারিয়েছিলাম, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দেশটিতে আশ্রয় দিয়েছিলেন।

এছাড়া দেখুন এই দুটি দেশ, আমরা প্রতিবেশী, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমি সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই।